বাণিজ্য নিষেধাজ্ঞা বাড়ানো বিশ্ব অর্থনীতির জন্য সহায়ক নয়
  2018-07-26 17:44:56  cri

জুলাই ২৬: বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক রবার্তো আজেভাদো গতকাল (বুধবার) জেনিভায় এক সাংবাদিক সম্মেলনে জানান, বাণিজ্য নিষেধাজ্ঞা বাড়ানো বিশ্ব অর্থনীতি ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য সহায়ক নয়। বিভিন্ন পক্ষের উচিত একটি উন্মুক্ত মনোভাব নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থাকে সমর্থন দেওয়া, যাতে এ সংস্থাটি আরো ভালোভাবে ভূমিকা পালন করতে পারে।

আজেভাদো আরো বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার সম্প্রতি প্রকাশিত বিশ্ব বাণিজ্যসংক্রান্ত সর্বশেষ রিপোর্ট অনুসারে, শুল্ক বৃদ্ধি এবং কঠোর কাস্টমস ম্যানেজমেন্টসহ বিভিন্ন সীমানা নির্ধারণ ব্যবস্থার সংখ্যা চলতি বছরের মে মাস পর্যন্ত অনেক বেড়েছে। এ রিপোর্ট প্রকাশের পর দু'মাসে আরো বেশি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাই বর্তমান আন্তর্জাতিক বাণিজ্যিক পরিস্থিতি এ রিপোর্টের চেয়েও গুরুতর।

বিভিন্ন পক্ষকে মনোভাব পরিবর্তন করে সমস্যা মোকাবিলার আহ্বান জানান আজেভাদো। তিনি বলেন, এ প্রক্রিয়ায় বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করা হবে এবং এক্ষেত্রে সংশ্লিষ্ট সহায়তা দেবে বিশ্ব বাণিজ্য সংস্থা।

(জিনিয়া/তৌহিদ/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040