মার্কিন-ইইউ বাণিজ্যিক মতভেদ নিয়ে আলোচনায় চীনের আশাবাদ
  2018-07-26 17:43:26  cri
জুলাই ২৬: বাণিজ্যিক মতভেদ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পৌঁছানো চুক্তি প্রসঙ্গে আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের মুখপাত্র কেং শুয়াং বলেন, আলোচনার মাধ্যমে মতভেদ দূর করা দু'পক্ষের জন্য কল্যাণকর ও বিশ্বের জন্য সুখবর।

স্থানীয় সময় গতকাল (বুধবার) চলমান উত্তেজনাময় বাণিজ্যিক সম্পর্ক প্রশমন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইইউ'র মধ্যে চুক্তি হয়। ইউরোপের গাড়ি আমদানিতে শুল্ক না বাড়ানো এবং যুক্তরাষ্ট্র থেকে আরো বেশি সয়াবিন ও প্রাকৃতিক গ্যাস আমদানি করতে সম্মত হয়েছে দু'পক্ষ।

এ সম্পর্কে চীনা মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ও ইইউ উভয়েই বিশ্বের প্রধান অর্থনৈতিক সত্তা ও বাণিজ্যিক অংশীদার। পরামর্শ ও সংলাপের মাধ্যমে মতভেদ দূর করার কথা উল্লেখ করেন মুখপাত্র। তিনি বলেন, বিশ্বায়ন প্রবণতা অনুসারে বাণিজ্য ও পুঁজি বিনিয়োগের স্বাধীনতা ও সুবিধায়ন বাস্তবায়ন করা এবং একতরফাবাদ ও বাণিজ্য সংরক্ষণবাদের বিরোধিতা করা দু'পক্ষের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ ও বিশ্বের জন্য একটি সুখবর। বর্তমানে দক্ষিণ আফ্রিকায় ব্রিক্সভুক্ত দেশের নেতাদের বৈঠক চলছে। অংশগ্রহণকারীরা উন্নয়নশীল দেশ ও নবোদিত বাজারের প্রতিনিধি হিসেবে একতরফাবাদ ও সংরক্ষণবাদের দৃঢ় প্রতিবাদ জানিয়েছেন। মার্কিন-ইইউ'র পদক্ষেপ বিশ্ব অর্থনীতির বৃদ্ধিতে গঠনমূলক ভূমিকা পালন করবে বলে আশা করে বেইজিং।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040