ব্রিক্সের শিল্প ও বাণিজ্য ফোরামে চীনা প্রেসিডেন্টের ভাষণ
  2018-07-26 11:19:55  cri

জুলাই ২৬: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (বুধবার) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিক্সভুক্ত দেশগুলোর শিল্প ও বাণিজ্য ফোরামে ভাষণ দেন। ভাষণে তিনি বলেন, ব্রিক্সভুক্ত দেশগুলোর উচিত সহযোগিতা ও পারস্পরিক কল্যাণ, নবায়ন, সহনশীলতা, ও পহুপক্ষবাদের ভিত্তিতে নতুন আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠা ও মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনে ইতিবাচক ভূমিকা পালন করা।

প্রেসিডেন্ট সি বলেন, আগামী ১০ বছর বিশ্ব অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসময় অর্থনীতির নতুন চালিকাশক্তি পুরাতন চালিকাশক্তির স্থান দখল করবে। পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতিও দ্রুত পরিবর্তিত হবে। এই প্রেক্ষাপটে,  ব্রিক্সের জন্য অর্থনৈতিক সহযোগিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ একটি ক্ষেত্র। ‌আর এই ক্ষেত্রে শিল্প ও বাণিজ্য মহল অর্থনৈতিক সহযোগিতার প্রধান শক্তি।

ভাষণে সি চিন পিং আরও বলেন, ব্রিক্সভুক্ত দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে নিজেদেরকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং মানবজাতির শান্তি ও উন্নয়নে নতুন ও আরও বড় অবদান রাখতে পারবে।(শিশিরা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040