পাকিস্তানে আত্মঘাতী বোমা-হামলার তীব্র নিন্দা জানালেন জাতিসংঘ মহাসচিব
  2018-07-26 11:12:54  cri

জুলাই ২৬: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস গতকাল (বুধবার) তাঁর মুখপাত্রের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে, পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় আত্মঘাতী বোমা-হামলার তীব্র নিন্দা জানান।

বিবৃতিতে মহাসচিব নিহতদের স্বজন এবং পাক সরকার ও জনগণকে সমবেদনা জানান এবং পাক সরকারের সন্ত্রাসদমন কার্যক্রমকে সমর্থনের কথা পুনরুল্লেখ করেন।

উল্লেখ্য, পাকিস্তানে বুধবার জাতীয় সংসদ ও বালুচিস্তানসহ ৪টি প্রদেশের প্রাদেশিক সংসদের নির্বাচন চলাকালে, বালুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার একটি ভোটকেন্দ্রে আত্মঘাতী বোমা-হামলা চালানো হয়। এতে ২৯ জন নিহত ও ৪০ জন আহত হয়। চরমপন্থী গোষ্ঠি আইএস হামলার দায় স্বীকার করে।(শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040