বাণিজ্যযুদ্ধের ক্ষতি মোকাবিলায় কৃষি খাতে মার্কিন ভর্তুকি
  2018-07-25 19:04:09  cri
জুলাই ২৫: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল (মঙ্গলবার) জানান, মার্কিন কৃষকদের জন্য ১২ বিলিয়ন মার্কিন ডলার কৃষি ভর্তুকি দিয়ে চীন, ইইউ এবং অন্যান্য দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের ক্ষতি কাটানো হবে।

চীন, ইইউসহ বিভিন্ন দেশের রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে বাণিজ্যযুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। এদিকে হোয়াইট হাউস ভর্তুকি দেওয়া শুরু করেছে। এতে বোঝা যায়, যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের ভিত্তি দৃঢ় নয়।

বিশ্বের বৃহত্তম কৃষি পণ্য রপ্তানিকারক দেশ হিসেবে ২০১৭ সালে মার্কিন কৃষি পণ্যের দাম ছিল ইতিহাসে সবচেয়ে বেশি। বাণিজ্যিক অনুকূল উদ্ধৃত ২১.৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। কিন্তু বাণিজ্যযুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ জানায়, মার্কিন সরকারের নিষেধাজ্ঞা-বিরোধী ব্যবস্থার কারণে কৃষি পণ্যে ১১ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে। ভর্তুকি দেওয়া ব্যাপারে ট্রাম্প বরাবরই অন্য দেশগুলোকে নিন্দা জানায়। কিন্তু এখন তার দেশই কৃষি ভর্তুকি দিচ্ছে।

এভাবে যুক্তরাষ্ট্রের সমস্যা মোকাবিলা করা সম্ভব কি-না, সে সম্পর্কে মিসৌরি অঙ্গরাজ্যের কৃষি ব্যুরো, ফার্মার্স অফ ফ্রি ট্রেইড সংস্থা, নিউ ইয়র্ক টাইমসসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহল মনে করে, হোয়াইট হাউসের নীতি ও মৌলিক অবস্থান পরিবর্তন না করলে মার্কিন কৃষি খাতে চাপ কমবে না।

(জিনিয়া/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040