বাংলাদেশে চীনের পিপল্‌স লিবারেশন আর্মি'র ৯১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  2018-07-25 18:59:39  cri

জুলাই ২৫: মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসে চীনের পিপল্‌স লিবারেশন আর্মি বা পিএলএ'র ৯১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত জাং চুওসহ চীনা দূতাবাস কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ সরকারের উর্ধ্বতন কর্মকর্তা, কূটনৈতিক, সামরিক ও বিশেষজ্ঞসহ বিভিন্ন শ্রেণী-পেশার ২৩০ জনেরও বেশি অতিথি এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় বাংলাদেশে চীনের সামরিক অ্যাটাশে কর্নেল লিউ ফাংচিয়েন গত ৯১ বছরে পিএলএ'র বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন। বিশ্বশান্তি ও স্থিতিশীলতা রক্ষায় পিএলএ'র ভূমিকা তুলে ধরেন লিউ। সাম্প্রতিক বছরগুলোতে চীন-বাংলাদেশ স্থিতিশীল ও দ্রুত সম্পর্ক উন্নয়নের কথা তুলে ধরেন তিনি।

উল্লেখ্য, ২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বাংলাদেশ সফর করেন। এরপর থেকে দুই দেশের সম্পর্ক 'কৌশলগত অংশীদারি সম্পর্কে' উন্নীত হয়।

(তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040