প্রিটোরিয়ায় বিজ্ঞানবিষয়ক সংলাপে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং
  2018-07-25 14:40:39  cri
জুলাই ২৫: গতকাল (মঙ্গলবার) প্রিটোরিয়ায় চীন-দক্ষিণ আফ্রিকা বিজ্ঞানবিষয়ক উচ্চপর্যায়ের সংলাপে উপস্থিত ছিলেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামপোসা।

সংলাপে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে প্রেসিডেন্ট সি বলেন, ২০১৫ সালের ডিসেম্বরে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের জোহানেসবার্গ শীর্ষসম্মেলন সফল হয়েছিল। এর পর দু'পক্ষের যৌথ উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে; প্রযুক্তিগত সহযোগিতায় অর্জিত গুরুত্বপূর্ণ অগ্রগতি বিশ্বের ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে।

প্রেসিডেন্ট সি আরও বলেন, চলতি বছরের সেপ্টেম্বরে বেইজিংয়ে ফোরামের শীর্ষসম্মেলন শুরু হবে। সেই সম্মেলনে নব্যতাপ্রবর্তন, সহযোগিতা ও অভিন্ন উন্নয়নের প্রশ্নে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা যায়।

সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট রামপোসা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং নব্যতাপ্রবর্তন খাতে সহযোগিতার ওপর গুরুত্ব দেয় দক্ষিণ আফ্রিকা। বিজ্ঞান ও প্রযুক্তি খাতে গবেষণায় দক্ষিণ আফ্রিকার নির্ভরযোগ্য অংশীদার চীন। চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের কাঠামোতে, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা জোরদার হবে বলে আশা করা যায়। তিনি বিভিন্ন সময় চীনের কাছ থেকে পাওয়া সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন। (সুবর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040