চীন-জাপান সম্পর্কের স্বাভাবিক উন্নয়নে প্রচেষ্টা চালাবে দু'দেশ
  2018-07-25 14:31:09  cri
জুলাই ২৫: চীন-জাপান সম্পর্কের স্বাভাবিক উন্নয়নে যৌথভাবে প্রচেষ্টা চালাবে দু'দেশ। গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে জাপানের প্রতিনিধি পরিষদের স্পিকার তাদামোরি ওশিমার সঙ্গে চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের সাক্ষাতে এই প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

সাক্ষাতে লি খ্য ছিয়াং বলেন, চীন-জাপান সম্পর্কের স্বাস্থ্যকর ও স্থিতিশীল উন্নয়ন দু'দেশ ও দু'দেশের জনগণের জন্য কল্যাণকর এবং বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য সহায়ক। বাণিজ্যে সংরক্ষণবাদ ও বিশ্বায়নবিরোধী তত্পরতার প্রেক্ষাপটে, চীন ও জাপানের উচিত যৌথভাবে বহুপক্ষবাদ, সুশৃঙ্খল আন্তর্জাতিক নীতি, ও অবাধ বাণিজ্য-ব্যবস্থা রক্ষা করা।

 

প্রধানমন্ত্রী লি বলেন, চীন নিজেকে আরও উন্মুক্ত করবে, নিজের বাজারকে বিদেশিদের জন্য আরও সহজগম্য করবে, এবং জাপানসহ বিভিন্ন দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিনিয়োগকে স্বাগত জানিয়ে যাবে।

প্রধানমন্ত্রী লি জোর দিয়ে বলেন, জাপানের সঙ্গে নব্যতাপ্রবর্তন খাতে সহযোগিতা ও সংলাপ জোরদার করতে ইচ্ছুক চীন। এতে উভয় দেশই উপকৃত হবে এবং অভিন্ন স্বার্থ অর্জিত হবে।

জবাবে তাদামোরি প্রধানমন্ত্রী লি'র সাম্প্রতিক জাপান সফরের কথা স্মরণ করে বলেন, জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে চীনা প্রধানমন্ত্রীর বৈঠক ছিল সফল। জাপান চীনের সঙ্গে স্বাক্ষরিত চারটি রাজনৈতিক দলিলের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করবে বলেও তিনি জানান। (সুবর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040