প্রিটোরিয়ায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গে সি চিন পিংয়ের বৈঠক
  2018-07-25 12:38:46  cri

জুলাই ২৫: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (মঙ্গলবার) প্রিটোরিয়ায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামফোসার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন। এসময় দু'নেতা চীন-দক্ষিণ আফ্রিকা সার্বিক কৌশলগত অংশিদারিত্বের সম্পর্ককে আরও উন্নত করার ব্যাপারে একমত হন। তাঁরা দু'পক্ষের মধ্যে উচ্চ পর্যায়ের বিনিময় বাড়ানো, পারস্পরিক রাজনৈতিক আস্থা বৃদ্ধি, এবং পরস্পরের উন্নয়ন-কৌশলকে সংযুক্ত করে বাস্তব সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নেও একমত হন।

বৈঠকে সি চিন পিং বলেন, বর্তমানে চীন-দক্ষিণ আফ্রিকা সম্পর্ক নতুন একটি ইতিহাসিক সূচনাস্থলে আছে। দু'দেশের সম্পর্ক আরও উন্নয়নে তিনি ৫-দফা প্রস্তাবও তুলে ধরেন। প্রস্তাবগুলো হচ্ছে: উচ্চ পর্যায়ের বিনিময় জোরদার করা; 'এক অঞ্চল, এক পথ' ও চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের কাঠামোতে দু'দেশের উন্নয়ন-কৌশল সংযুক্ত করা; জনগণকেন্দ্রিক সাংস্কৃতিক বিনিময় বাড়ানো; নিরাপত্তাসংশ্লিষ্ট আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা; জাতিসংঘ, জি-২০, ব্রিক্সসহ বহুপক্ষীয় কাঠামোতে পারস্পরিক সমন্বয় ঘনিষ্ঠতর করা এবং যৌথভাবে পহুপক্ষবাদের পক্ষে থাকা।

এসময় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জোহানেসবার্গে ব্রিক্স শীর্ষসম্মেলন আয়োজনে চীনের সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। বেইজিংয়ে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামে অংশগ্রহণ করতে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও জানান প্রেসিডেন্ট রামফোসা। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040