ফিলিপিন্সকে সঙ্গে নিয়ে দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে চায় চীন
  2018-07-24 19:03:24  cri

জুলাই ২৪: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, ফিলিপিন্সকে সঙ্গে নিয়ে দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে চায় চীন।

ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদরিগো দুতের্তে সোমবার প্রকাশিত 'স্টেট অফ দ্য ইউনিয়ন' ভাষণে আন্তর্জাতিক অপরাধ এবং মাদকবিরোধী কর্মসূচিসহ বিভিন্ন ক্ষেত্রে ফিলিপিন্স-চীন সহযোগিতার ওপর উচ্চ গুরুত্ব আরোপ করেন। দক্ষিণ চীন সাগর ইস্যুতে দু'পক্ষের মতভেদ থাকলেও দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক চ্যানেলের মাধ্যমে সমস্যা মোকাবিলা করা হচ্ছে।

কেং শুয়াং বলেন, প্রেসিডেন্ট হবার পর থেকে দক্ষিণ চীন সাগর ইস্যুতে চীন-ফিলিপিন্সের সুষ্ঠু ও কার্যকর সহযোগিতা বজায় রেখেছেন দুতের্তে। ফিলিপিন্সের সঙ্গে মতভেদ নিয়ন্ত্রণ, কার্যকর সহযোগিতার দৃষ্টি রাখা এবং যৌথভাবে দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে ইচ্ছুক চীন।

(জিনিয়া/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040