আফ্রিকান দেশগুলোর সঙ্গে পারস্পরিক কল্যাণ ও সুযোগ বাস্তবায়নে আগ্রহী চীন ও ভারত
  2018-07-24 18:42:23  cri

জুলাই ২৪: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, আফ্রিকান দেশগুলোর সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীর করে পারস্পরিক কল্যাণ ও সুযোগ-সুবিধা বাস্তবায়ন করতে চায় চীন ও ভারত।

উল্লেখ্য, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি এর আগে একই দিন রুয়ান্ডা পৌঁছান। সফরে চীন ও ভারত আলাদাভাবে রুয়ান্ডার সঙ্গে বিভিন্ন দ্বিপক্ষীয় সহযোগিতা দলিল স্বাক্ষর করেছে।

কেং শুয়াং বলেন, 'বিশ্বের দু'টি বৃহত্তম উন্নয়নশীল দেশ ও নবোদিত বাজার অর্থনীতির দেশ হিসেবে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা কাঠামোতে আফ্রিকায় শিল্পায়ন প্রক্রিয়া দ্রুততর করার ক্ষেত্রে সহায়তা দিতে ইচ্ছুক চীন ও ভারত।"

তিনি আরো বলেন, আমরা আশা করি, চীন ও ভারত দেশটির সঙ্গে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। যাতে একসাথে আঞ্চলিক ও বিশ্বশান্তি, স্থিতিশীলতা প্রতিষ্ঠা, উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রাখা যায়।

(জিনিয়া/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040