চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের লেখা প্রবন্ধ দক্ষিণ আফ্রিকায় সমাদৃত হয়েছে
  2018-07-24 18:40:46  cri
জুলাই ২৪: দক্ষিণ আফ্রিকা সফরের প্রাক্কালে গত রোববার চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের লেখা 'হাতে হাত রেখে চীন ও দক্ষিণ আফ্রিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন যুগ সৃষ্টি' শীর্ষক প্রবন্ধটি দেশটির দ্য সানডে ইনডিপেন্ডেন্ট, দ্য সানডে ট্রিবিউন এবং উইকেন্ড আরগুস পত্রিকায় প্রকাশিত হয়েছে। এ প্রবন্ধটি দক্ষিণ আফ্রিকার মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে ও ব্যাপাক সমাদৃত হয়েছে। বিভিন্ন মহল এবং প্রধান গণমাধ্যমগুলো মনে করে, এই প্রবন্ধে দক্ষিণ আফ্রিকা-চীন সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ককে সম্পূর্ণ উঠে এসেছে। দু'দেশ অব্যাহতভাবে নিজ দেশের অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ উন্নয়ন পথ অন্বেষণ প্রক্রিয়ায় সমর্থন দেবে এবং বন্ধুত্বপূর্ণ নতুন যুগ গঠন করবে।

প্রবন্ধে সি বলেন, দু'দেশের জনগণের বন্ধুত্বপূর্ণ বিনিময়ের দীর্ঘ ইতিহাস রয়েছে। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ২০ বছরে দু'দেশ পারস্পরিক শিক্ষা গ্রহণ করেছে ও একে অপরকে সমর্থন দিয়েছে। দু'দেশের সম্পর্ক 'কৌশলগত অংশীদারি সম্পর্ক' থেকে 'সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্কে' পরিণত হয়েছে এবং রাজনৈতিক আস্থা, বাণিজ্য সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময়, কৌশলগত সমন্বয় খাত দ্রুত উন্নত হয়েছে। গত ৬ বছরে দুই দেশ 'চীন ও আফ্রিকা সহযোগিতা ফোরামে'র সভাপতি দেশ হিসেবে ঘনিষ্ঠ সমন্বয় করে দুই অঞ্চলের সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক অবহ্যাতভাবে উন্নত করেছে।

দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তামন্ত্রী এবং উপ শিক্ষামন্ত্রী আলাদাভাবে জানান যে, দু'দেশের সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্কের ওপর দক্ষিণ আফ্রিকা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। দু'দেশের সহযোগিতা বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেন নেতারা। দু'পক্ষের সাংস্কৃতিক সংলাপ মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন এগিয়ে নেবে বলেও উল্লেখ করেন তাঁরা।

(জিনিয়া/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040