সুরের ধারায়-"সৌভাগ্য'
  2018-07-24 14:14:27  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন? বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আসরে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েই ফেইফেই।

প্রতি সপ্তাহের এই সময়টা আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ, এই সময় আপনাদের সঙ্গে সংগীতের মাধ্যমে আমি আমার মনের কথা প্রকাশ করতে পারি। চীন ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক দূরত্ব অনেক। তবে সংগীতের কোনো সীমানা নেই। আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে আমি নিজেকে আপনাদের মাঝেই আবিষ্কার করি। আমার জন্য এটি খুব সুন্দর মুহূর্ত।

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে ঘুরে আসুন সংগীতের দুনিয়ায়।

প্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদের মনোমুগ্ধকর কিছু প্রেমের গান শোনাবো। আশা করি গানগুলো আপনাদের ভালো লাগবে। প্রথমে শুনুন "সৌভাগ্য' নামে একটি গান। (১)

প্রিয় বন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাতে যাচ্ছি, এর নাম 'চিরকাল'। গানের কন্ঠশিল্পী ফেং থি মো। গানের কথা এমন: আকাশ দেখতে দেখতে ছোটবেলায় তোমার জন্য ক্লাস থেকে পালিয়ে যাওয়ার কথা মনে ভেসে উঠে। তোমাকে জিজ্ঞেস করতে চাই, যদি আবার তোমাকে সুযোগ দেই, তাহলে তুমি কি থাকবে নাকি চলে যাবে? আর কত দিন অপেক্ষা করতে হবে, যাতে আমি সত্যি তোমার সঙ্গে থাকতে পারি? রোদ ঝলমলে দিন, তাই না?(২)

প্রিয় বন্ধুরা, এখন শুনুন 'সঙ্গে থাকা' নামে একটি গান, গানের কন্ঠশিল্পী লি সিয়ান তা। প্রিয় তুমি, স্বপ্ন থাকলে প্লিজ তারস্বরে গান গাইবে। আমরা বাতাসের সঙ্গে হেঁটে হেঁটে গাইবো, আমরা সড়কের পাশে ফুলের সঙ্গে গাইবো, আমরা পাহাড়ের উপরে মাশমেলোর মত সাদা মেঘের সঙ্গে গাইবো, আমরা সূর্যের সঙ্গে গাইবো। আচ্ছা, শুনুন সুন্দর এই গান।(৩)

প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনলেন 'সঙ্গে থাকা' নামে গানটি। এখন শুনুন আরেকটি মধুর গান, গানের নাম 'গালের টোল'। গেয়েছেন কন্ঠশিল্পী লিন চুন চিয়ে এবং ছাই চুও ইয়ান। গানের কথা এমন: তোমার গালের টোল, তোমার সুন্দর চুল, প্রতি রাতে তোমার কথা মনে পড়তে পড়তে ঘুমাতে পারি না। তুমি জানো না, আমার জন্য তুমি কত গুরুত্বপূর্ণ। তোমার কারণে আমার জীবন পূর্ণ হয়েছে। আচ্ছা, শুনুন গানটি। (৪)

প্রিয় বন্ধুরা, এখন শুনুন আরেকটি সুন্দর গান, গানের নাম 'যখন তুমি'। গানের কন্ঠশিল্পী লিন চুন চিয়ে। গানের কথা এমন: যদি এক দিন, আমি আগের সময়ে ফিরে যাই, তুমি কি আবার আমাকে ভালোবাসবে? যদি এক দিন আমি তোমাকে ছেড়ে অনেক দূরে যাই, তুমি কি আর আমাকে দেখতে পারবে? তুমি কি জানো, তোমাকে মিস করা আমার একটি অভ্যাসে পরিণত হয়েছে? আচ্ছা বন্ধুরা, শুনুন মনোমুগ্ধকর গানটি। (৫)

প্রিয় বন্ধুরা, এখন শুনুন 'স্নেহশীল দুনিয়া' নামে একটি গান। গানের কন্ঠশিল্পী মু হান। গানের কথা এমন: জানো? আকাশের তারা কার জন্য ঝিকঝিক করে? তুমি আর তুমি। গল্পে তুমি আর আমি আনন্দের সময় কাটাই। স্বপ্নে তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে। আচ্ছা, বন্ধুরা, এখন শুনুন সুন্দর এই গান। (৬)

প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনলেন 'স্নেহশীল দুনিয়া' নামে একটি প্রেমের গান। এখন শুনুন আরেকটি সুন্দর গান, গানের নাম 'তোমার সঙ্গে'। গানের কন্ঠশিল্পী ওয়াং সিন লিং। গানের কথা এমন: আকাশ কাঁদতে চায়, আমি তোমার কাছেই থাকতে চাই। তোমার বাসার বাইরে দাড়িয়ে গাঢ় মেঘ গণনা করি। যদি এই মূহূর্তে একটি পিয়ানো থাকে, তাহলে আমি নিশ্চয়ই তা বাজিয়ে তোমার জন্য গান গাইবো। কেন আমি এই গান গাই, শুধুই তোমাকে আনন্দ দিতে চাই। (৭)

প্রিয় শ্রোতা বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাতে চাই আরেকটি প্রেমের গান, গানের নাম 'আমি চাই', গানের কন্ঠশিল্পী সুই সুং। আশা করি এই গান আপনাদের ভালো লাগবে। (৮)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040