সহজ চীনা ভাষা-'বৃষ্টির কণা'
  2018-07-24 14:13:12  cri
প্রিয় শ্রোতা বন্ধুরা, সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সহযোগিতায় চীনের ৭০ জনেরও বেশি রাষ্ট্রীয় পর্যায়ের শ্রেষ্ঠ উপস্থাপক ও শব্দ প্রকৌশলীরা (sound engineer) চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের জন্য 'চীনা ভাষা শিক্ষা-উপকরণের অডিও সংস্করণ' প্রকাশ করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীদের চীনা ভাষা শেখানোর ক্ষেত্রে উচ্চ মান বাজায় রাখা। এতে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের সব চীনা ভাষার পাঠকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ১৫ কোটি শিক্ষার্থী ও ৯০ লাখেরও বেশি শিক্ষক লাভবান হবে।

আসলে বিদেশি যে কোনো ভাষা শেখার জন্য প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীর মতই শুরু থেকে শেখা উচিত। আর চীনের প্রকাশিত এই 'অডিও চীনা ভাষা শিক্ষা-উপকরণ' আমাদের শ্রোতাবন্ধুদের চীনা ভাষা শেখার ক্ষেত্রে অনেক সহায়ক হতে পারে। তাহলে আমাদের 'সহজ চীনা ভাষার' আসরে আমরা এই অডিও শিক্ষা-উপকরণের ভিত্তিতে চীনা ভাষার এই আসর পরিচালনা করব। আমাদের বিশ্বাস, আপনারা এর মাধ্যমে নিশ্চয়ই অনেক কিছুই শিখতে পারবেন।

আজ আমরা এর অষ্টম পাঠ থেকে কিছু শেখাবো। চীনের প্রাথমিক স্কুলের প্রথম শ্রেণীর অষ্টম পাঠ 'বৃষ্টির কণা'। আর এর চীনা ভাষা হলো, 雨点儿yǔ diǎn ér । প্রথমে আমরা এই পাঠের চীনা ভাষার রেকর্ডিং শুনবো।

(রেকর্ডিং)

বন্ধুরা, এই পাঠের প্রধান বিষয় হলো, অসংখ্য বৃষ্টির কণা মেঘ থেকে মাটিতে পড়ে। আকাশে বড় বৃষ্টির কণা ছোট বৃষ্টির কণাকে জিজ্ঞেস করে, তুমি কোথাও যাচ্ছো? ছোট বৃষ্টিবিন্দু বলে, যেখানে ফুল ও ঘাস আছে, আমি সেখানে যাবো। তুমি কোথাও যাবে? বড় বৃষ্টির কণা বলে, যেখানে ফুল ও ঘাস নেই, আমি সেখানে যাবো। পরে, যেখানে ফুল এবং ঘাস আছে, সেই স্থান আরো সুন্দর হয়ে ওঠে। যেখানে ফুল এবং ঘাস নেই, সেখানে ফুল এবং ঘাস দেখা যায়।

বন্ধুরা, এই পাঠ আপনাদের জন্য হয়ত একটু লম্বা, কিন্তু কোনো চিন্তা করবেন না। আসলে আপনারা শুধু এই পাঠের কয়েকটি প্রধান শব্দ শিখতে পারলেই যথেষ্ট। প্রথমে আপনাদের শেখাবো আজকের প্রধান শব্দ এবং তা হলো এই পাঠের শিরোনাম, 雨点儿yǔ diǎn ér, মানে বৃষ্টির কণা বা বৃষ্টিবিন্দু। এর আগে আমরা শিখিয়েছিলাম 雨 মানে বৃষ্টি। আপনাদের মনে আছে?

এ ছাড়া এই পাঠে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ আছে। যেমন,

云彩 yún cǎi মেঘ

天空 tiān kōng আকাশ

到 dào পৌঁছানো

没 m éi নেই, ছিল না

花huā ফুল

草 cǎo ঘাস

更 gèng আরো

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040