ব্রিক্স সম্বন্ধে চীনা প্রেসিডেন্ট সি'র মন্তব্য
  2018-07-24 14:11:02  cri

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সংযুক্ত আরব আমিরাত, সেনেগাল, রুয়ান্ডা, দক্ষিণ আফ্রিকা ও মরিশাস সফর শুরু হয়েছে। এ ছাড়া এ সফরে তিনি দক্ষিণ আফ্রিকায় ব্রিক্সভুক্ত দেশগুলোর নেতৃবৃন্দের দশম সভায় অংশগ্রহণ করবেন। তাহলে ব্রিক্স সংস্থা কেমন একটি সংস্থা। এই সংস্থার আওতায় সদস্য দেশের সহযোগিতা সম্বন্ধে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং কি কি মন্তব্য রেখেছেন?

ব্রিক্স মানে চীন, রাশিয়া, ভারত, ব্রাজিল ও আফ্রিকা এই পাঁচটি নতুন অর্থনৈতিক গোষ্ঠী। ২০০৬ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ সম্মেলন চলাকালে চীন, রাশিয়া, ভারত ও ব্রাজিল চারটি দেশ ব্রিক্সের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন আয়োজন করে। এরপর প্রতি বছর একবার এই সম্মেলন আয়োজিত হয়। ২০১০ সালে, চারটি দেশ আলোচনা করার পর আফ্রিকাকে সদস্য দেশ হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেয়। এই পর্যন্ত ব্রিক্সের সদস্য দেশের সংখ্যা পাঁচ।

প্রতিষ্ঠা থেকে এই পর্যন্ত ব্রিক্সের দশ বছরেরও বেশি ইতিহাস আছে। সদস্য দেশের সহযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।

২০১৭ সালের ৩ সেপ্টেম্বর, সি চিন পিং ব্রিক্স দেশের শিল্প ও বাণিজ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, গত দশ বছরে ব্রিক্সভূক্ত দেশগুলো হাতে হাত রেখে বিশ্বের অর্থনীতিতে বিরাট অবদান রেখেছে। দশ বছরে ব্রিক্স দেশগুলো যৌথ উন্নয়ন বাস্তবায়নের জন্য অভিন্ন চেষ্টা চালিয়েছে।

২০১৬ সালের ১৬ অক্টোবর, সি চিন পিং ব্রিক্স দেশের শীর্ষ সম্মেলনের অষ্টম অধিবেশনে জোর দিয়ে বলেন, ব্রিক্স দেশের সহযোগিতা অব্যাহতভাবে সম্প্রসারিত হচ্ছে। তা ইতোমধ্যে গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক ব্যবস্থায় পরিণত হয়েছে।

২০১৭ সালের ৪ সেপ্টেম্বর, তিনি ব্রিক্সের সিয়া মেন শীর্ষসম্মেলনে বলেন, ব্রিক্স দেশের উচিত অর্থনৈতিক সহযোগিতা ত্বরান্বিত করা, কৌশলের সংযোগ জোরদার করা। আন্তর্জাতিক শৃংখলাকে আরো যুক্তিযুক্ত করা। মানবিক ও বেসরকারি পর্যায়ের বিনিময় ত্বরান্বিত করা।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040