ঘনিষ্ঠ হচ্ছে চীন ও আফ্রিকার সহযোগিতা
  2018-07-24 14:08:06  cri

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এখন দক্ষিণ আফ্রিকা সফর করছেন। চলতি বছর হল চীন-দক্ষিণ আফ্রিকা কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ২০তম বার্ষিকী। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সম্প্রতি বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে দু'দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সহযোগিতার উন্নয়ন স্থিতিশীল এবং সুষ্ঠু।

দক্ষিণ আফ্রিকা দেশটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। আফ্রিকা মহীসোপানের সবচেয়ে দক্ষিণে দেশটির অবস্থান। বৈশিষ্ট্যময় সংস্কৃতি ও প্রাকৃতিক দৃশ্য এবং ভিন্ন জাতির লোকজনের সম্মিলিতভাবে বসবাসের কারণে দেশটি 'রংধনুর দেশ' হিসেবে পরিচিত।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কাও ফেং সম্প্রতি দু'দেশের বাণিজ্যিক সহযোগিতা সম্বন্ধে বলেন, আফ্রিকায় দক্ষিণ আফ্রিকা সবচেয়ে সমৃদ্ধ দেশ। দক্ষিণ আফ্রিকা একটানা ৮ বছর ধরে আফ্রিকায় চীনের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। আর চীন একটানা ৯ বছর ধরে দক্ষিণ আফ্রিকার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। বাণিজ্যের ক্ষেত্রে দু'দেশ পরস্পরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। ২০১৭ সালে দু'দেশের বাণিজ্যের পরিমাণ ছিলো ৩৯ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় ১১.৭ শতাংশ বেশি।

আগামী নভেম্বর মাসে শাংহাইয়ে প্রথম চীন আন্তর্জাতিক আমদানি মেলা আয়োজিত হবে। এ সম্বন্ধে কাও ফেং বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যের আকার সম্প্রসারণ, বাণিজ্যের কাঠামো সুসংহতকরণের জন্য চীন দক্ষিণ আফ্রিকাকে স্বাগতিক দেশ হিসেবে নভেম্বর মাসে শাংহাইয়ে অনুষ্ঠিতব্য প্রথম চীন আন্তর্জাতিক আমদানি মেলায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে।

এ ছাড়া পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে, চীনা শিল্প প্রতিষ্ঠান দক্ষিণ আফ্রিকায় ১০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বরাদ্দ দিয়েছে। খনি, মোটর গাড়ি, ঘরোয়া বৈদ্যুতিক যন্ত্রপাতি, রিয়েল এস্টেট ও রেস্তরাঁসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের বরাদ্দ আছে। এর সঙ্গে সঙ্গে দক্ষিণ আফ্রিকাও চীনে ৭০ কোটি মার্কিন ডলারের পুঁজি বিনিয়োগ করেছে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040