বাংলাদেশের মিরসরাইয়ে চীনা শিল্প পার্কের নির্মাণকাজ শুরু
  2018-07-24 10:59:57  cri

জুলাই ২৪: বাংলাদেশের মিরসরাইয়ে চীনা শিল্প পার্কের নির্মাণকাজ শরু হয়েছে। গত ২২ জুলাই শিল্প পার্ক এলাকা পরিদর্শন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী অফিসের প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ এবং বাংলাদেশে অর্থনৈতিক এলাকা কর্তৃপক্ষের কার্য-নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। বাংলাদেশ অর্থনৈতিক এলাকা কর্তৃপক্ষ ও চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড যৌথভাবে এই পার্কে বিনিয়োগ করছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী, আগামী ১০ বছরে চীনা শিল্প পার্কে কৃষিপণ্য প্রক্রিয়াকরণ, বস্ত্রবয়ন ও পোশাক, নির্মাণ সামগ্রী, যন্ত্রপাতি, রাসায়নিক, টেলিযোগাযোগ সরঞ্জামসহ বিভিন্ন পণ্য ও সেবা প্রদানকারী চীনা কোম্পানি এই পার্কে যোগ দেবে।

উল্লেখ্য, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে ১০০টি অর্থনৈতিক এলাকা সৃষ্টি, এসব এলাকায় এক কোটি কর্মসংস্থান সৃষ্টি, এবং এসব এলাকা থেকে প্রতিবছর ৪০০০ কোটি মার্কিন ডলার রফতানি আয় অর্জনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040