দক্ষিণ আফ্রিকায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
  2018-07-24 10:50:34  cri

জুলাই ২৪: রুয়ান্ডা সফরশেষে গতকাল (সোমবার) দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় পৌঁছান চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী বিশেষ বিমানটি প্রিটোরিয়া বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাঁকে স্বাগত জানান দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী লিন্ডওয়ে সিসুলু।

এসময় সি চিন পিং তাঁর দেশের সরকার ও জনগণের পক্ষ থেকে দক্ষিণ আফ্রিকার সরকার ও জনগণকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ২০ বছরে, দ্বিপক্ষীয় সম্পর্ক সার্বিক ও গভীরভাবে উন্নত হয়েছে; দু'দেশের মধ্যে পারস্পরিক রাজনৈতিক আস্থা জোরদার হচ্ছে; বাস্তব সহযোগিতা এগিয়ে যাচ্ছে; সাংস্কৃতিক বিনিময় বাড়ছে; এবং বিভিন্ন ইস্যুতে কৌশলগত সমন্বয় গভীরতর হচ্ছে।

জোহানেসবার্গে অনুষ্ঠেয় আসন্ন ব্রিক্স শীর্ষসম্মেলন প্রসঙ্গে সি চিন পিং বলেন, তিনি সংস্থার অন্যান্য সদস্যদেশ, আফ্রিকার দেশ, অন্যান্য নবোদিত বাজারদেশ, ও বিভিন্ন উন্নয়নশীল দেশের নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রীয় উন্নয়নকৌশল নিয়ে আলোচনা করতে চান। তিনি উন্নয়নশীল দেশগুলোর ঐক্য নতুন পর্যায়ে এগিয়ে নিয়ে যাওয়ার এবং বিশ্বের শান্তি ও উন্নয়নে আরও বড় ভূমিকা পালন করার প্রতিশ্রুতিও দেন। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040