'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ গোটা বিশ্বের জন্য কল্যাণকর: চীনা মুখপাত্র
  2018-07-24 10:50:02  cri

জুলাই ২৪: চীনের উত্থাপিত 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ গোটা বিশ্বের জন্যই কল্যাণকর প্রমাণিত হচ্ছে। চীন যৌথ আলোচনা, নির্মাণ ও সুফল ভাগাভাগির নীতি অনুসরণ করে, সংশ্লিষ্ট দেশ ও সংস্থার সঙ্গে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বাস্তবায়ন করবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রেখে যাবে। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাম্প্রতিক সংযুক্ত আরব আমিরাত ও সেনেগাল সফরকালে, দেশদুটির সঙ্গে চীনের 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগসংশ্লিষ্ট সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর প্রসঙ্গে গতকাল (সোমবার) বেইজিংয়ে এসব কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং।

মুখপাত্র বলেন, 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব উত্থাপিত হবার মাত্র ৫ বছরের মধ্যে 'ধারণা' থেকে 'বাস্তবে' পরিণত হয়েছে। এ প্রস্তাবের আওতায় অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের কাজ এখন চলছে। আরব আমিরাত 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দেশ। দেশটি রেশমপথ পুনরুদ্ধারের প্রস্তাবও উত্থাপন করেছে। অন্যদিকে, সেনেগাল আফ্রিকার গুরুত্বপূর্ণ একটি দেশ এবং 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের অন্যতম অংশীদার। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040