নবম চীন-ব্রিটেন কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হবে
  2018-07-23 19:42:32  cri
জুলাই ২৩: আগামী মাসে বেইজিংয়ে 'নবম চীন-ব্রিটেন কৌশলগত সংলাপ' অনুষ্ঠিত হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (সোমবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেছেন। তিনি বলেন, চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র আমন্ত্রণে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট ৩০ জুলাই চীন সফর করবেন।

সফরে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং ও চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ইয়াং চিয়ে ছি আলাদাভাবে জেরেমি হান্টের সঙ্গে সাক্ষাত্ করবেন।

সংবাদ সম্মেলনে কেং শুয়াং বলেন, 'ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হওয়ার পর চীনে চীন-ব্রিটেন কৌশলগত সংলাপ আয়োজনের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বেশ গুরুত্ব দিয়েছে ব্রিটেন। বিভিন্ন ক্ষেত্রে চীন-ব্রিটেন সহযোগিতা গভীর করার ব্যাপারে চীনও একই পর্যায়ের গুরুত্ব দেয়। জেরেমি হান্টের চীন সফরের পর দু'দেশের পারস্পরিক রাজনৈতিক আস্থা অবশ্যই বাড়বে ও চীন-ব্রিটেন সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক নতুন যুগে উন্নীত হবে। নতুন আন্তর্জাতিক পরিস্থিতিতে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরাষ্ট্র হিসেবে দু'দেশের উচিত এক সাথে আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষা করা, সংরক্ষণবাদ ও একতরফাবাদের বিরোধিতা করা।"

(জিনিয়া/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040