বাণিজ্য-যুদ্ধের কোনো বিজয়ী নেই: কলম্বিয়া-মার্কিন ব্যবসা সমিতির চেয়ারম্যান
  2018-07-23 11:00:16  cri
জুলাই ২৩: সম্প্রতি মেক্সিকোর গণমাধ্যমে দেওয়া সাক্ষাত্কারে কলাম্বিয়া-মার্কিন ব্যবসা সমিতির চেয়ারম্যান ও কলম্বিয়ার সাবেক বাণিজ্যমন্ত্রী মারিয়া ক্লদিয়া লাকাচার বলেছেন, বাণিজ্য-যুদ্ধের কোনো বিজয়ী পক্ষ নেই। চলমান আন্তর্জাতিক পরিস্থিতি স্বাধীন বাণিজ্যের পরিপন্থী। যুক্তরাষ্ট্রের সৃষ্ট চীন-মার্কিন বাণিজ্য-যুদ্ধ ল্যাটিন আমেরিকায় নেতিবাচক প্রভাব ফেলছে। তবে এটা প্যাসিফিক লীগের জন্য সুযোগও বয়ে এনেছে।

এদিকে, ত্রয়োদশ প্যাসিফিক লীগের শীর্ষসম্মেলন স্থানীয় সময় ২৩ জুলাই মেক্সিকোর পোর্ট অব ভায়ার্টায় শুরু হয়। দু'দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মারিয়া ক্লদিয়া বলেন, চীন-মার্কিন বাণিজ্য-যুদ্ধ এবং সংশ্লিষ্ট বাণিজ্যিক বাধা লীগের জন্য কঠিন পরীক্ষাস্বরূপ। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক বিরোধ এবং একে অপরের বিরুদ্ধে ব্যবস্থা ও পাল্টা-ব্যবস্থা আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করছে, প্রক্রিয়াকরণ শিল্পের প্রাণশক্তি হ্রাস করছে, এবং ল্যাটিন আমেরিকার কাঁচামাল ও পণ্যের রফতানির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। (সুবর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040