রুয়ান্ডায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
  2018-07-23 10:17:48  cri

জুলাই ২৩: সেনেগাল সফরশেষে গতকাল (রোববার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রুয়ান্ডার রাজধানী কিগালিতে পৌঁছান। স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে তাঁকে বহনকারী বিশেষ বিমানটি কিগালি বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাঁকে স্বাগত জানান রুয়ান্ডার প্রেসিডেন্ট পল ক্যাগামে।

এসময় সি চিন পিং চীন তাঁর দেশের সরকার ও জনগণের পক্ষ থেকে রুয়ান্ডার সরকার ও জনগণকে শুভেচ্ছা জানিয়ে বলেন, "আমার এ-সফর কোনো চীনা প্রেসিডেন্টের প্রথম রুয়ান্ডা সফর। দুদেশের মধ্যে ভৌগোলিক দূরত্ব অনেক, তবে দু'দেশের মৈত্রী সুদীর্ঘকালের। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ৪৭ বছর ধরে দু'দেশের সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নত হয়েছে। এক বছরে দু'দেশের নেতৃবৃন্দ পরস্পরের দেশ সফর করেছেন, যা থেকে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্ব বোঝা যায়।" তিনি জানান, সফরকালে নতুন যুগে দু'দেশের সম্পর্কের উন্নয়ন, চীন-আফ্রিকা সহযোগিতা, এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে রুয়ান্ডার প্রেসিডেন্ট পল ক্যাগামের সঙ্গে তাঁর মতবিনিময় হবে।

এসময় রুয়ান্ডার প্রেসিডেন্ট বলেন, গত বছর তাঁর চীন সফরের স্মৃতি এখনও তরতাজা। তিনি আশা করেন, প্রেসিডেন্ট সি'র সফর দু'দেশের সম্পর্ককে আরও মজবুত করবে। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040