চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সংযুক্ত আরব আমিরাত সফরের উচ্চ মূল্যায়ন করেছে দেশটি
  2018-07-22 19:18:51  cri
জুলাই ২২: চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে দেশটির বিভিন্ন মহল উচ্চ পর্যায়ের মূল্যায়ন করেছে। সংযুক্ত আরব আমিরাতের সংস্কৃতি ও জ্ঞান উন্নয়নমন্ত্রী বলেন, দু'দেশের সম্পর্ক সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করতে একমত হয়েছে দু'পক্ষ।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের এ সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ফলাফল হলো, দু'দেশের সম্পর্ক সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করা। এ প্রেক্ষাপটে দু'দেশের একটি স্পষ্ট সহযোগিতার ক্ষেত্র বাস্তবায়িত হবে।

সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রী বলেন, দু'দেশের সম্পর্ক আরো গভীর হবে, দু'দেশের সহযোগিতা আরো ব্যাপক হবে। প্রেসিডেন্ট সি'র সফরে দু'পক্ষের মধ্যে বিভিন্ন নতুন সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভবিষ্যতে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের কাঠামোতে সহযোগিতা পরিকল্পনা বাস্তবায়ন করবে দুই দেশ।

(জিনিয়া/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040