কয়লার অভাবে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ
  2018-07-22 19:17:50  cri
কয়লা সংকটে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সচল দুটি ইউনিটের একটি বন্ধ হয়ে গেছে। দু'একদিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে গোটা কেন্দ্রের উৎপাদন।

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে ১ লাখ ৮০ হাজার টন কয়লা মজুদ থাকার কথা থাকলেও দেখা গেছে মজুদ রয়েছে মাত্র ৭-৮ হাজার টন। এ ঘটনায় ১৯ জুলাই খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিব উদ্দিন আহমদকে অপসারণ করে পেট্রোবাংলা। একই সঙ্গে কোম্পানী সচিব ও মহাব্যবস্থাপক আবুল কাশেম প্রধানিয়াকে বদলি ও মহাব্যবস্থাপক নুরুজ্জামান চৌধুরী ও উপমহাব্যবস্থাপক খালেদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে তিন সদস্য বিশিষ্ট কমিটি।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040