'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ আফ্রিকা ও চীনের জনগণের লাভ হবে: সেনেগালের প্রেসিডেন্ট
  2018-07-21 19:29:15  cri
জুলাই ২১: সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সলের আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২১ ও ২২ জুলাই সেনেগালে রাষ্ট্রীয় সফর করবেন। এর আগে সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সল চীনের গণমাধ্যমে সাক্ষাৎকার দেন। সে সময় তিনি বলেন, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সফর দু'দেশের সম্পর্ক ও ভবিষ্যত উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ এবং 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ আফ্রিকা ও চীনের জনগণের লাভ হবে।

ম্যাকি সল অনেকবার চীন সফর করেছেন, প্রেসিডেন্ট সি'র আসন্ন সফর প্রত্যাশা করছেন তিনি। তিনি বলেন, দু'পক্ষ স্থিতিশীল সম্পর্ক স্থাপন করেছে। উভয়ের প্রচেষ্টায় দু'দেশ এখন সার্বিক কৌশলগত সহযোগী অংশীদার। বর্তমানে আফ্রিকা-চীন সহযোগিতা কাঠামোর আওতায় দু'দেশের সহযোগিতাও জোরদার হচ্ছে। প্রেসিডেন্ট সি চিন পিং, তাঁর স্ত্রী ও চীনা প্রতিনিধিদলের সফরে খুব সম্মানিত ও গর্বিত বোধ করছেন সেনেগালের প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট সল আরো জানান, সার্বিক কৌশলগত সহযোগী অংশীদারি সম্পর্কের আওতায় তিনি চীনকে সেনেগালের 'পুনরুজ্জীবন পরিকল্পনায়' অংশগ্রহণের আহ্বান জানান।

তিনি বলেন, চীন বৈশিষ্ট্যময় সংস্কৃতি ও ইতিহাস সংরক্ষণ করে আসছে; সেই সঙ্গে ৪০ বছর ধরে নিজের অর্থনৈতিক আধুনিকায়ন সম্পন্ন করছে। এ সফলতা শিক্ষণীয় বলে জানান তিনি।

সল আরো বলেন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বিভিন্ন দেশের জনগণকে সংযুক্ত করেছে এবং আন্তর্জাতিক বিনিময়ে সুবিধা দিয়েছে। পারস্পরিক সহযোগিতা, সম-বাণিজ্য ও পারস্পরিক জয়ের ভিত্তিতে বিশ্বের উন্নয়ন করা উচিত বলে মনে করেন সল। তিনি বলেন, সেনেগাল 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে অংশ নিতে চায়। এ উদ্যোগ আফ্রিকা ও চীনের জনগণকে সংযুক্ত করেছে।

তিনি বলেন, গতবার চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামে প্রেসিডেন্ট সি চিন পিং প্রতিজ্ঞা করেন যে, আফ্রিকায় চীনের বিনিয়োগ ৬০ বিলিয়ন মার্কিন ডলার করা হবে। এ কথা ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। দু'পক্ষের সহযোগিতা উচ্চমানে উন্নীত করা উচিত বলে মনে করেন সেনেগালের প্রেসিডেন্ট।

(আকাশ/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040