চায়না মিডিয়া গ্রুপ ও সেনেগাল জাতীয় টেলিভিশন কেন্দ্রের মধ্যে চুক্তি স্বাক্ষর
  2018-07-21 19:27:27  cri
জুলাই ২১: গত ১৯ জুলাই সেনেগালের রাজধানী ডাকারে ফরাসি ভাষায় চায়না ফিল্ম এন্ড টিভি ড্রামা আফ্রিকান প্রজেকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এদিন চীন আন্তর্জাতিক বেতারের পশ্চিম ইউরোপ স্টেশনের প্রধান কাও শি চুন এবং সেনেগাল জাতীয় টেলিভিশন কেন্দ্রের মহাপরিচালক রাসিন তালা 'চীনা থিয়েটার' চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, সেনেগালের জাতীয় টেলিভিশন কেন্দ্র 'চীনা থিয়েটার' প্রকল্পের আওতায় বিভিন্ন অনুষ্ঠান প্রচার করবে। চীনা ভাষা থেকে ফরাসি ভাষায় এসব চলচ্চিত্র ও টিভি নাটক অনুবাদ করেছে চীন আন্তর্জাতিক বেতার। প্রথম দফায় একটি টিভি নাটক, ৫টি প্রামাণ্য অনুষ্ঠান, ৫টি চলচ্চিত্র ও ৫টি কার্টুন প্রচার করা হবে।

চীনের রাষ্ট্রীয় কাউন্সিলের তথ্য কার্যালয়ের বিশেষ প্রতিনিধি জাং ইয়ান বিন, সেনেগালের তথ্যমন্ত্রী আবুউলায়ে বিবি ও সেনেগালে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জাং সুনসহ বিভিন্ন মহলের একশরও বেশি প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাং ইয়ান বিন বলেন, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সেনেগাল সফরের প্রাক্কালে এ অনুষ্ঠানের আয়োজন খুবই তাত্পর্যপূর্ণ।

তিনি জানান, এ কর্মসূচির মাধ্যমে চীনের চলচ্চিত্র ও নাটক আফ্রিকার দেশে অনুবাদ ও প্রচারিত হবে। আফ্রিকার মানুষ চীনের চলচ্চিত্র ও নাটক পছন্দ করবে বলে আশা করেন তিনি। এই পদক্ষেপ চীন-আফ্রিকা বন্ধুত্বের নতুন সাক্ষী হবে।

(আকাশ/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040