সরকারি চাকরির কোটা পদ্ধতি বিশ্লেষণ করছে সচিব কমিটি
  2018-07-21 18:49:49  cri
সরকারি চাকরির কোটা সংস্কার করতে দেশি-বিদেশি কোটা পদ্ধতি বিশ্লেষণ করছে এ বিষয়ে গঠিত সচিব কমিটি।

কমিটি সূত্র জানিয়েছে, কোটা বিষয়টি জটিল হওয়ায় এ জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন। এরই মধ্যে সরকার সচিব কমিটির মেয়াদ ১৫ দিন থেকে ৯০ দিনে বাড়িয়েছে। এ বিষয়ে গত বৃহস্পতিবার প্রজ্ঞাপণ জারি করা হয়। তবে বিষয়টি দ্রুত সুরাহা করার পক্ষে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। দেশজুড়ে লাগাতার আন্দোলনের মুখে গত ২ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের জন্য মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমকে প্রধান করে সচিব কমিটি গঠন করা হয়।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040