রুয়ান্ডার গণমাধ্যমে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের স্বাক্ষরযুক্ত প্রবন্ধ প্রকাশিত
  2018-07-21 18:36:04  cri

জুলাই ২১: আজ (শনিবার) রুয়ান্ডার সংবাদপত্রে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের 'চীন-রুয়ান্ডা মৈত্রী পাহাড়ের চেয়ে উচ্চ' শিরোনামে একটি স্বাক্ষরযুক্ত প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

দেশটি সফরের প্রাক্কালে প্রকাশিত নিবন্ধে সি চিন পিং লেখেন, ২২ ও ২৩ জুলাই তিনি প্রথমবার রুয়ান্ডা সফর করবেন। এই সফরে তাঁর অনেক প্রত্যাশা রয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের নেতৃত্বে রুয়ান্ডা সরকার ও জনগণ নিজ দেশের অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ উন্নয়নের পথ খুঁজে পেয়েছে। এতে আনন্দ প্রকাশ করে প্রেসিডেন্ট সি আশা করেন, উন্নয়নের এই পথ বেয়ে রুয়ান্ডা নতুন ও বড় অগ্রগতি অর্জন করবে।

১৯৭১ সালে চীন-রুয়ান্ডার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। গত ৪৭ বছরে দু'দেশ সম্পর্ক উন্নত করেছে। রুয়ান্ডার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং বৃহত্তম ইঞ্জিনিয়ারিং ঠিকাদার দেশ চীন। তা ছাড়া দু'পক্ষের সাংস্কৃতিক বিনিময়ও অনেক বৈচিত্র্যপূর্ণ।

প্রেসিডেন্ট সি আশা করেন, এ সফরের মাধ্যমে দু'দেশের সম্পর্ক নতুন পর্যায়ে দাঁড়াবে, নতুন সাফল্য অর্জিত হবে; যাতে দু'দেশের জনগণের আরো বেশি কল্যাণ হয়।

(জিনিয়া/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040