চীন-মার্কিন বাণিজ্য-বিরোধ দু'পক্ষের জন্যই ক্ষতিকর: সান্তা ফে'তে বিশেষজ্ঞদের অভিমত
  2018-07-20 19:33:04  cri

জুলাই ২০: চীন-মার্কিন বাণিজ্য-বিরোধ দু'পক্ষের জন্যই ক্ষতিকর। এ-ধরনের বিরোধ দু'দেশের অর্থনৈতিক উন্নয়নের পথে প্রতিবন্ধকস্বরূপ। গতকাল (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যের রাজধানী সান্তা ফে'তে অনুষ্ঠিত গভর্নরস এসোসিয়েশনের গ্রীষ্মকালীন শীর্ষসম্মেলনে অংশগ্রহণকারীরা এ-মন্তব্য করেন।

লস এঞ্জেলেসে চীনের কন্সুলার জেনারেল ছাং পিং সম্মেলনে বলেন, চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধ দু'দেশের সাধারণ বাণিজ্যিক তত্পরতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এই প্রেক্ষাপটে তিনি প্রদেশ পর্যায়ে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে কলোরাডোর গভর্নর বলেন, চীন-মার্কিন সুসম্পর্কের ওপর গুরুত্ব দেয় কলোরাডো। যখন কেন্দ্রীয় পর্যায়ে দু'দেশের সম্পর্কে টানাপড়েন দেখা দেয়, তখন স্থানীয়া পর্যায়ে সহযোগিতা জোরদার সার্বিকভাবে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।(শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040