প্রেসিডেন্ট সি'র প্রথম পশ্চিম আফ্রিকা সফর অর্থবহ: সেনেগালে চীনা রাষ্ট্রদূত
  2018-07-20 18:32:06  cri

জুলাই ২০: সেনেগালে চীনা রাষ্ট্রদূত ছাং সুন চীনের তথ্যমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, প্রেসিডেন্ট সি চিন পিং এবার আফ্রিকা সফরের শুরুতেই সেনেগাল আসবেন এবং এ-সফর খুবই অর্থবহ। চীন-সেনেগাল তথা চীন-আফ্রিকা সম্পর্ক উন্নয়নে এ-সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ-সফর চীন-সেনেগাল সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ককে নতুন পর্যায়ে এগিয়ে নিয়ে যাবে বলেও আশা করা যায়।

উল্লেখ্য, প্রেসিডেন্ট সি চিন পিং ২১ ও ২২ জুলাই সেনেগাল সফর করবে। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040