চে চিয়াং প্রদেশের শহর ও গ্রামের সুষম উন্নয়নের পথ
  2018-07-20 14:25:39  cri
চীনের পূর্বাঞ্চলের চে চিয়াং প্রদেশের জিডিপি একটানা ২২ বছর ধরে চীনের চতুর্থ স্থানে রয়েছে। তবে আরো উল্লেখযোগ্য বিষয় হল, প্রদেশটির গ্রামের অধিবাসীদের মাথাপিছু আয় বহু বছর ধরে চীনের প্রথম স্থানে রয়েছে। ১৫ বছর আগে, যখন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র চে চিয়াং শাখার সম্পাদক ছিলেন, তখন তিনি 'টু এইট' কৌশল উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে চে চিয়াং প্রদেশের আটটি ক্ষেত্রের সুবিধাকে কাজে লাগানো এবং আটটি ক্ষেত্রের ব্যবস্থাকে ত্বরান্বিত করা। চে চিয়াং প্রদেশের নাগরিক, চীনের বিভিন্ন জায়গার কর্মকর্তা এবং বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞের মতে, এই 'টু এইট' কৌশল চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের এক ধরনের উদ্ভাবন।

চে চিয়াং প্রদেশের থাই চৌ শহরের হৌ আন গ্রামের লোকজন প্রজন্ম থেকে প্রজন্মে পাথর বিক্রির মাধ্যমে জীবনযাপন করে। এ কারণে আগে গ্রামটির পরিবেশ খুব খারাপ ছিল। ২০০৭ সালে স্থানীয় সরকার পাথরের খনি বন্ধ করে দেয় এবং পরিবেশ উন্নয়ন করে। এখনকার হৌ আন গ্রামের সবখানে দেখা যায় সবুজ গাছপালা এবং পরিষ্কার নদনদী। এখন গ্রামটি একটি দর্শনীয় স্থানেও পরিণত হয়েছে। গ্রামের কর্মকর্তা ছেন উন ইয়ুন বলেন,

আগেকার 'পাথর বিক্রি' থেকে এখন আমরা 'দৃশ্য বিক্রি' করি। পরিবেশ ভালো হওয়ার কারণে স্থানীয় লোকজনও লাভবান হয়েছে। পরবর্তীতে আমরা আশেপাশের গ্রাম নিয়ে যৌথ উন্নয়ন বাস্তবায়ন করবো।

সক্রিয়ভাবে 'সুন্দর গ্রাম' বাস্তবায়নের সাথে সাথে চে চিয়াং প্রদেশ শহর ও গ্রামের ভারসাম্য উন্নয়নে অনেক চেষ্টা করেছে। যাতে শহরের অবকাঠামো এবং শহরের গণসেবা গ্রামে বাড়ানো যায়। চলতি বছরের জুন মাসে চে চিয়াং প্রদেশর হু চৌ শহরে আনুষ্ঠানিকভাবে শহর ও গ্রামের গণপরিবহন ব্যবস্থা একীকরণ হয়েছে। শহর ও গ্রামের বাসের টিকিটের দাম সবই দুই ইউয়ান। এই ব্যবস্থায় যাত্রীদের ৮০ শতাংশ ব্যয় সাশ্রয় হয়েছে।

হু চৌ শহরের গণপরিবহণ পরিচালনা বিভাগের উপ-প্রধান লিন ছুন হুই বলেন,

আমরা প্রধানত জনসাধারণের দিক থেকে বিবেচনা করি। লোকজনের যাতায়াতের সুবিধাকে আরো উন্নত করতে চাই।

চে চিয়াং প্রদেশের লোকজন যে লাভবান হয়েছে, এর উত্স ১৫ বছর আগে সি চিন পিং-এর উত্থাপিত 'টু এইট' কৌশল। ২০০৭ সালের মার্চ মাসে, সি চিন পিং চে চিয়াং প্রদেশের শহর ও গ্রামের উন্নয়নকে সুবিন্যাস করা সম্বন্ধে বলেছিলেন,

আমরা শহর ও গ্রামের সামাজিক ব্যবস্থার ভারসাম্য উন্নয়নের ওপর গুরুত্ব দেই। যেমন, গ্রামের শিশুদের লেখাপড়া এবং উচ্চ মানের শিক্ষা ব্যবস্থা উপভোগ করা নিশ্চিত করতে চাই। ২০০৬ সালের শরত্কাল থেকে শহর ও গ্রামের বাধ্যতামূলক শিক্ষা পর্যায়ের শিশুদের লেখাপড়ার সব ফি মওকুফ করা হয়। স্বাস্থ্য ক্ষেত্রে, শহর ও গ্রামের লোকজনের চিকিত্সা সেবা নিশ্চিত করা হয়। 'কৃষকের স্বাস্থ্য প্রকল্প' ত্বরান্বিত করা হয়। সার্বিকভাবে নতুন ধরনের গ্রামের সহযোগিতা চিকিত্সা ব্যবস্থাকে ত্বরান্বিত করা হয়। তৃণমূল পর্যায়ের গণস্বাস্থ্য সেবা ব্যবস্থা সুসংহত করা হয়।

বর্তমানে 'টু এইট' কৌশলের নেতৃত্বে, চে চিয়াং প্রদেশের শহর ও গ্রামের সমন্বিত উন্নয়ন চীনের সব প্রদেশের শীর্ষ স্থানে রয়েছে। চে চিয়াংয়ে চীনের শহর ও গ্রামের আয়ের ব্যবধান সবচেয়ে কম, গ্রামের উন্নয়ন সবচেয়ে দ্রুত, গণসেবার মান সবচেয়ে শ্রেষ্ঠ প্রদেশের অন্যতম।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040