ইসরাইলি পার্লামেন্টে 'ইহুদি জাতীয়তা' বিল গৃহীত
  2018-07-20 11:16:21  cri
জুলাই ২০: ইসরাইলের পার্লামেন্টে স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার) 'ইহুদি জাতীয়তা' বিল গৃহীত হয়েছে, যাতে ইহুদি জাতির স্বাধীন সিদ্ধান্তের অধিকার নিশ্চিত করা যায়। এদিকে, এ বিলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন। এ বিল বর্ণবাদী এবং এতে ফিলিস্তিনি জনগণের অধিকার গুরুতরভাবে লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছে ফিলিস্তিন।

জানা গেছে, নতুন গৃহীত বিলের মধ্যে নির্ধারিত হয়েছে যে, ইসরাইল ইহুদি জাতির রাষ্ট্র এবং ইসরাইলের স্বাধীন সিদ্ধান্তের অধিকার রয়েছে। 'অখণ্ড ও একীকরণ জেরুসালেম' দেশের রাজধানী, হিব্রু ভাষা সরকারি ভাষা এবং ইহুদি পঞ্জিকা সরকারি ক্যালেন্ডার হিসেবে নির্ধারিত হয়েছে। ইহুদি বসতি এলাকা ইসরাইলের রাষ্ট্রীয় স্বার্থ, তা নির্মাণ ও বাস্তবায়নে পদক্ষেপ নিতে উত্সাহ দেবে ইসরাইল সরকার।

এ বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ইসরাইলের পার্লামেন্টের আরর জাতির সদস্যরা। সরকারি পরিসংখ্যান থেকে জানা গেছে, বর্তমানে দেশটিতে আরব জাতির লোকসংখ্যা প্রায় ২০ শতাংশ।

ফিলিস্তিন মুক্তি সংস্থার নির্বাহী কমিটির মহাসচিব সায়েব এরেকাত এদিন এক বিবৃতিতে জানিয়েছেন, এতে ইসরাইলের বর্ণবাদ ব্যবস্থার বৈধকরণ হয়েছে এবং এতদাঞ্চলের আদিবাসীদের অধিকার লঙ্ঘন করেছে এ বিল। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বিল আন্তর্জাতিক আইন ও মানবতাবাদ উপেক্ষা করার সবচেয়ে বাজে আচরণ। এ বিলে ইসরাইলি সরকার বিশ্বের কাছে স্পষ্ট সংকেত পাঠিয়েছে এবং প্রকাশ্যে ফিলিস্তিনি জনগণের ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি ও জাতিকে নাকোচ করেছে। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040