সংস্কার ও উন্মুক্তকরণ সম্পর্কে সি চিন পিংয়ের চিন্তাধারা নতুন যুগের চীনকে দিক্‌-নির্দেশনা দেবে: গবেষকের মন্তব্য
  2018-07-19 22:11:44  cri

জুলাই ১৯: চীনের সংস্কার গবেষণা ইন্সটিটিউটের প্রধান ছি ফু লিন বলেছেন, সংস্কার ও উন্মুক্তকরণ সম্পর্কে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের চিন্তাধারা, চীনের পরবর্তী সংস্কার ও উন্মুক্তকরণ কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ তাত্ত্বিক দিক্‌-নির্দেশনা দেবে। আর বিশ্ব চীনের নতুন সাফল্য দেখতে চায়।

এদিকে, সম্প্রতি প্রকাশিত 'সংস্কার ও উন্মুক্তকরণ সম্পর্কে সি চিন পিংয়ের ধারণার ওপর গবেষণা' শীর্ষক গ্রন্থটি চীনের বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। গবেষকরা বলছেন, তেং সিয়াও পিং ১৯৭৮ সালে বিশ্বের জন্য চীনের দরজা খুলে দেওয়ার পর, ৪০ বছর কেটে গেছে। এ-গ্রন্থটি প্রকাশের এইটি উপযুক্ত সময়। সি চিন পিং হচ্ছেন নতুন যুগের চীনের রূপকার।

গ্রন্থটি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোরও দৃষ্টি আকর্ষণ করেছে। রাশিয়ার 'রুশিনা গ্যাজেটা' পত্রিকা, স্প্যানিশ ইন্টারন্যাশনাল রেডিও, ভারতের 'দৈনিক সাভেরা টাইমস্‌', তাস নিউজ এজেন্সিসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম গ্রন্থটি প্রকাশের খবর প্রচার করেছে।

উল্লেখ্য, 'সংস্কার ও উন্মুক্তকরণ সম্পর্কে সি চিন পিংয়ের ধারণার ওপর গবেষণা' গ্রন্থটি প্রকাশ করেছে চীনের 'পিপলস্‌ পাবলিসিং হাউস'। গ্রন্থটিতে সাড়ে তিন লাখ অক্ষর আছে। এই গ্রন্থটিতেই প্রথমবারের মতো সংস্কার ও উন্মুক্তকরণ সম্পর্কে সি চিন পিংয়ের চিন্তাধারাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে।(আকাশ/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040