পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে বেইজিংয়ের প্রচেষ্টা বিশ্বে স্বীকৃত: চীনা মুখপাত্র
  2018-07-19 19:13:58  cri

জুলাই ১৯: পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে চীনের প্রচেষ্টা ও অবদান বিশ্বে স্বীকৃতি পেয়েছে। এ-বিষয়ে মার্কিন সরকারি কর্মকর্তার সাম্প্র্রতিক মন্তব্য ভিত্তিহীন ও দায়িত্বহীন। চীন এর তীব্র বিরোধিতা করে। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং এ-মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক নিরাপত্তা ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি অভিযোগ করেন যে, চীন যুক্তরাষ্ট্রের রফতানিনীতিকে পাশ কাটিয়ে, বেসরকারি খাতে পারমাণবিক সহযোগিতাসহ বিভিন্ন পদ্ধতিতে বৈধ বা অবৈধভাবে যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি অর্জন করছে এবং তা সামরিক উদ্দেশ্যে কাজে লাগাচ্ছে। এ-অভিযোগ সম্পর্কে হুয়া ছুন ইং বলেন, চীন বরাবরই মানববিধ্বংসী অস্ত্র ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিস্তারের বিরোধীতা করে আসছে এবং এক্ষেত্রে আন্তর্জাতিক সমাজকে দেওয়া প্রতিশ্রুতিও পালন করে আসছে।

মুখপাত্র আরও বলেন, বিগত কয়েক বছর ধরে চীন ও যুক্তরাষ্ট্র পারস্পরিক কল্যাণের ভিত্তিতে বেসরকারি পারমাণবিক শক্তি খাতে সহযোগিতা করছে এবং তা আন্তর্জাতিক আইনের সঙ্গে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। চীন আশা করে, যুক্তরাষ্ট্র স্নায়ুযুদ্ধের মানসিকতা পরিত্যাগ করে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানোর জন্য কাজ করবে। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040