চীন বাণিজ্য-যুদ্ধ চায় না, আবার একে ভয়ও পায় না: চীনা মুখপাত্র
  2018-07-19 19:01:24  cri

জুলাই ১৯: চীন-মার্কিন বাণিজ্য-সংঘাতের প্রশ্নে বেইজিংয়ের অবস্থান বরাবরই স্পষ্ট। চীন বাণিজ্য-যুদ্ধ চায় না, আবার একে ভয়ও পায় না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ-কথা বলেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক ল্যারি কুদলো'র সাম্প্রতিক এক মন্তব্যের জবাবে মুখপাত্র বলেন, চীন সবসময় সর্বোচ্চ ধৈর্য ও আন্তরিকতা নিয়ে সংলাপের মাধ্যমে দু'পক্ষের মতভেদ দূর করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এর উল্টোটা করছে। গোটা বিশ্ব ও বিশ্বের গণমাধ্যমগুলো এর সাক্ষী। এমনি এক প্রেক্ষাপটে মার্কিন কর্মকর্তার এমন মন্তব্য বিস্ময়কর।

উল্লেখ্য, ল্যারি কুদলো সম্প্রতি বলেন, বাণিজ্য-বিরোধ নিয়ে যদি চীন-মার্কিন চুক্তি না-হয়, তবে তার দায় বেইজিংয়ের। চীন সন্তোষজনক সমাধান বের করতে পারলে, দেশটির পণ্যের ওপর থেকে আরোপিত শুল্ক তুলে নেবে যুক্তরাষ্ট্র। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040