বেইজিংয়ে লি খ্য ছিয়াংয়ের সঙ্গে মালয়েশীয় প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাত
  2018-07-19 18:32:12  cri

জুলাই ১৯: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের বিশেষ দূত তুন দায়িম জয়নুদ্দিন গতকাল (বুধবার) বিকেলে বেইজিংয়ের জুং নান হাই চি কুয়াং ভবনে চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের সঙ্গে সাক্ষাত করেন।

সাক্ষাতে জয়নুদ্দিন লি খ্য ছিয়াংয়ের হাতে মাহাথির মোহাম্মদের একটি চিঠি তুলে দেন। চিঠিতে মাহাথির লিখেছেন, মালয়েশিয়ার নতুন সরকার চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রচেষ্টা চালাবে এবং দু'দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক জোরদার করবে। মালয়েশিয়ায় চীনা কোম্পানিগুলোর বিনিয়োগকেও স্বাগত জানায় কুয়ালালামপুর।

চিঠি হাতে পেয়ে লি খ্য ছিয়াং বলেন, চীন ও মালয়েশিয়ার সম্পর্ক সুদীর্ঘকালের। চীন মালয়েশিয়ার সঙ্গে তাল মিলিয়ে চলবে এবং পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে দু'দেশের সম্পর্ক উন্নয়নের প্রবণতাকে ধরে রাখবে। এ ছাড়া, চীন 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের সঙ্গে মালয়েশিয়ার উন্নয়ন-কৌশলকে সংযুক্ত করে, সেদেশে শিল্পপার্ক, পরিবহন অবকাঠামোসহ নানা প্রকল্প এগিয়ে নিয়ে যাবে। বর্তমানে চীন ও আসিয়ানের সম্পর্কও স্থিতিশীলভাবে উন্নত হচ্ছে। নতুন পরিস্থিতিতে চীন-আসিয়ান সম্পর্ক উন্নয়নে মালয়েশিয়া গঠনমূলক ভূমিকা পালন করবে বলে বেইজিং আশা করে।

সাক্ষাতে তুন দায়িম জয়নুদ্দিন বলেন, প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ মালয়েশিয়া-চীন সম্পর্কের ওপর যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকেন। মালয়েশিয়া চীন-আসিয়ান সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে ইতিবাচক ভূমিকা রাখতেও ইচ্ছুক। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040