চীন-ইউএই বাণিজ্য-সহযোগিতার ভবিষ্যৎ উজ্জ্বল: বিশেষজ্ঞদের অভিমত
  2018-07-19 16:50:12  cri
জুলাই ১৯: সাম্প্রতিক বছরগুলোতে চীন ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)-র মধ্যে বাণিজ্য-সহযোগিতা ক্রমশ বেড়েছে এবং ভবিষ্যতেও এ-ধারা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের ধারণা।

সংযুক্ত আরব আমিরাতই উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রথম চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক স্থাপন করে। দেশটি 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ সমর্থনকারী এবং এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের প্রতিষ্ঠাতাসদস্য।

চীনের আন্তর্জাতিক বাণিজ্য ও আর্থিক সহযোগিতা ইনস্টিটিউটের বিশেষজ্ঞ উ ফান সম্প্রতি বলেন, দু'দেশের মধ্যে সরকারি পর্যায়ে বাণিজ্য-সহযোগিতা কমিটি স্থাপন করা হয়েছে এবং দু'দেশই পরস্পরের নাগরিকদের ভিসামুক্ত সুবিধা দিচ্ছে। এ-ধরনের ইতিবাচক নীতি গ্রহণ ও বাস্তবায়নের ফলে ২০১৭ সালে চীন-ইউএই দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় প্রায় ৪১০০ কোটি মার্কিন ডলারে, যা আগের বছরের চেয়ে ২.৩ শতাংশ বেশি। আর চলতি বছরের প্রথম ৫ মাসে দু'দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ১৭১৩ কোটি মার্কিন ডলারে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৪.৬ শতাংশ বেশি।

তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাত মূলত তেল রফতানি করে। বর্তমানে প্রকল্প বাস্তবায়ন, পর্যটনসহ বিভিন্ন খাতে দু'দেশের মধ্যে বিনিময় বাড়ছে। এই প্রেক্ষাপটে দু'দেশের বাণিজ্যিক সম্পর্কের ভবিষ্যত উজ্জ্বল। (আকাশ/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040