চে চিয়াং প্রদেশের গতি থেকে মানদণ্ডের অগ্রণীতে পরিণত হওয়ার পথ
  2018-07-19 15:45:43  cri
জুলাই ১৯: প্রিয় শ্রোতা, চে চিয়াং হল অর্থনৈতিকভাবে চীনের শক্তিশালী একটি প্রদেশ। প্রদেশটির উন্নয়নের গতি বরাবরই চীনের অন্যান্য প্রদেশের তুলনায় সামনের সারিতে।

২০০৩ সালে তত্কালীন চে চিয়াং প্রদেশের কমিউনিস্ট পার্টি-সিপিসি'র কমিটির সম্পাদক সি চিন পিং প্রদেশটির ভবিষ্যত উন্নয়নের সামগ্রিক কার্যক্রম হিসেবে 'টু এইট' কৌশলের উদ্যোগ গ্রহণ করেন। এতে চে চিয়াং প্রদেশের শিল্পায়নের উন্নয়নের দিক নির্দেশিত হয়। বর্তমানে চে চিয়াংয়ে ডিজিটাল অর্থনীতির কেন্দ্র হিসেবে নতুন অর্থনীতির নির্দেশিত আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। আজকের অনুষ্ঠানে আমি এ নিয়ে কিছু কথা বলবো।

চে চিয়াং প্রদেশের চুচি শহরের দাথাং 'মোজা শিল্প ছোট নগরের' সেবা কেন্দ্রের উপ-পরিচালক চু ইয়া বিন বলেন, কাঁচামাল থেকে উত্পাদন ও বিক্রয় শিল্প চেইনের ১৩৭টি ডেটা নিয়মিত আপডেট হচ্ছে। প্রতিষ্ঠানগুলো সবসময় আমাদের ওয়েবসাইটে লগইন করে রিয়েল-টাইম ডেটা চেক করতে পারে।

ডেটার নির্দেশনায় স্থানীয় কালামেলা কোম্পানির উত্পাদিত এক ধরনের মোজা মাত্র পাঁচ দিনের মধ্যে প্রায় ৩ লাখ জোড়া বিক্রি হয়। এটি হল এ কোম্পানির এ বছরের ষষ্ঠ জনপ্রিয় পণ্যদ্রব্য। কোম্পানির জেনারেল ম্যানেজার ছাই হাও জুন বলেন, নবায়ন ও উদ্ভাবন সেবায় কোম্পানিটির গত বছরের বিক্রয়ের পরিমাণ ছিল ১২কোটি ইউয়ান আরএমবি। তিনি আরো বলেন, বর্তমানে আমাদের কোম্পানিসহ ই-কমার্সের ব্যবসা ডেটার উপর নির্ভর করে। আমাদের লক্ষ্য হলো পাঁচ বছরের মাধ্যমে চীনা প্রধান বাজারে অবস্থান তৈরি করা।

২০০৩ সালে তত্কালীন সম্পাদক সি চিন পিং রূপান্তরের জরুরি অবস্থা দেখতে পান। তিনি 'টু এইট' কৌশলের উদ্যোগ নেন। এতে 'আরেক ধাপে চে চিয়াং প্রদেশের বৈশিষ্ট্যময় শিল্প উন্নয়ন করা, অগ্রণী উত্পাদিত শিল্প ঘাঁটির নির্মাণ দ্রুততর করা এবং নতুন শিল্পায়নের পথ বজায় রাখার' নির্দেশনা প্রদান করা হয়। 'টু এইট' কৌশলের নির্দেশনায় চুচি শহর পৃথক পৃথকভাবে 'ছয়টি বিশেষ মোকাবিলা' তত্পরতা চালু হয়। এতে ৩ হাজারেরও বেশি ছোট ও দুর্বল প্রতিষ্ঠান ভেঙ্গে দেয়া হয়। পাশাপাশি ৬ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করে 'মোজা ছোট নগর' নির্মিত হয়।

দশ বছর আগে চেচিয়াং প্রদেশের উত্পাদিত শিল্পের কেন্দ্রীয় প্রতিযোগিতার শক্তি দুর্বল ও মানদণ্ড নিম্নমুখী হওয়ার সমস্যার সম্মুখীন ছিল। তত্কালীন সম্পাদক সি চিন পিং বলেন, অগ্রণী উত্পাদিত শিল্প ঘাঁটি নির্মাণ, তথ্যায়ন শিল্পায়নের নেতৃত্ব, শিল্পায়ন তথ্যায়ন ত্বরান্বিত এবং ডিজিটাল চে চিয়াং গড়ে তোলা উচিত। ১৫ বছর পর এখন চেচিয়াং চীনের তথ্য অর্থনীতি উন্নয়নের অগ্রণী অবস্থায় উঠে গেছে। ডিজিটাল অর্থনীতি বর্তমানে প্রদেশটির প্রথম কৌশলে পরিণত হয়েছে।

গত এপ্রিল মাসে সদর দফতর হাংচৌতে অবস্থিত আলিবাবা চীনের একমাত্র সিপিইউ উৎপাদন কোম্পানি চংথিয়ানওয়েই'র সম্পূর্ণ মালিকানা অধিগ্রহণ করে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল অর্থনীতির সর্বোচ্চ পর্যায়ের শিল্প চেইনে প্রবেশ করে।

বর্তমানে চেচিয়াং প্রদেশের তিন শতাধিক বিগ ডেটা লিডিং প্রতিষ্ঠান বিরাট শিল্প ক্লাস্টার গড়ে তুলেছে। ২০১৭ সালে ডিজিটাল অর্থনীতির কেন্দ্র হিসেবে তিনটি নতুন অর্থনীতি বৃদ্ধির পরিমাণ গোটা চে চিয়াংয়ের জিডিপি'র ২৪ শতাংশ ছিল। তাতে অর্থনীতি বৃদ্ধির অবদানের হার ৩৭.১ শতাংশ ছিল।

'টু এইট' কৌশলের নির্দেশনায় চেচিয়াং নতুন শিল্প উন্নয়নের পথে দ্রুতভাবে উন্নীত হচ্ছে। গত বছর প্রাদেশিক আকারের প্রতিষ্ঠানগুলোর মূল্য যোগ করার হার ২১.৯ শতাংশ। ভবিষ্যতে চে চিয়াংয়ের উন্নয়নের আরো উচ্চ পর্যায়ের লক্ষ্য রয়েছে। চে চিয়াং প্রদেশের গভর্নর ইউয়ান চিয়া জুন বলেন, যে শিল্প উন্নয়নের মানদণ্ড নিম্ন আমরা তা করবো না। আমাদের উচিত অর্থনীতি উন্নয়নের সংস্কার, যোগত্য ও চালিকাশক্তি উন্নয়ন করা। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040