আমদানিকৃত কোনো কোনো ইস্পাত পণ্য বিষয়ে অস্থায়ী সংরক্ষণ ব্যবস্থা নেবে ইইউ
  2018-07-19 11:05:24  cri
জুলাই ১৯: আমদানিকৃত কোনো কোনো ইস্পাত পণ্য বিষয়ে অস্থায়ী সংরক্ষণ ব্যবস্থা নেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল (বুধবার) ইইউ কমিশন এক বিবৃতিতে এ কথা ঘোষণা করে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির প্রভাবে অন্যান্য দেশের ইস্পাত পণ্যের বিপুলভাবে ইইউ'র বাজারে প্রবেশ এড়ানোর জন্য অস্থায়ী সংরক্ষণ ব্যবস্থা নেবে ইইউ। নতুন পদক্ষেপ আজ (বৃহস্পতিবার) চালু হবে, তবে এতে ঐতিহ্যগত ইস্পাত পণ্য প্রভাবিত হবে না।

বিবৃতে বলা হয়, অস্থায়ী সংরক্ষণ ব্যবস্থার মধ্যে ২৩ ধরনের ইস্পাত পণ্য অন্তর্ভুক্ত। যদি এই ২৩ ধরনের পণ্যের আমদানি পরিমাণ গত তিন বছরের গড় আমদানি পরিমাণের চেয়ে বেশি হয়, তাহলে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তবে আইসল্যান্ড, নরওয়ে, লিশটেনস্টাইন ও অন্য কিছু উন্নয়নশীল দেশের জন্য এ ব্যবস্থাটি আরোপ করবে না ইইউ।

বিবৃতিতে ইইউ'র বাণিজ্য কমিশনার সিসিলিয়া ম্যাল্মস্ট্রোমের কথার উদ্ধৃতি দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি হয়তো ইইউ'র ইস্পাত শিল্পে গুরুত্বপূর্ণ নেতিবাচক প্রভাব ফেলবে, ইইউ'র অস্থায়ী সংরক্ষণ ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো বাছাই নেই।

উল্লেখ্য, ইইউ'র অস্থায়ী সংরক্ষণ ব্যবস্থার সর্বোচ্চ মেয়াদ ২০০ দিন। ইইউ কমিশন ২০১৯ সাল শুরুর আগে এ বিষয়ে আবার সিদ্ধান্ত নেবে। (তুহিনা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040