কেপটাউনে ব্রিক্সভুক্ত দেশের তৃতীয় মিডিয়াবিষয়ক উচ্চপর্যায়ের ফোরাম শুরু
  2018-07-19 09:52:38  cri
জুলাই ১৯: গতকাল (বুধবার) দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ব্রিক্সভুক্ত দেশের তৃতীয় মিডিয়াবিষয়ক উচ্চপর্যায়ের ফোরাম শুরু হয়। ব্রিক্সভুক্ত দেশের মিডিয়া প্রতিনিধিরা 'সহনশীল ও ন্যায়সঙ্গত আন্তর্জাতিক শৃঙ্খলা গঠনে মিডিয়ার সহযোগিতা জোরদার করা' নিয়ে আলোচনা করেন। প্রতিনিধিরা ব্রিক্স দেশের মিডিয়া সহযোগিতা ও বিনিময় সম্প্রসারণে ইচ্ছা প্রকাশ করেন।

ফোরামের নির্বাহী চেয়ারম্যান, চীনের সিনহুয়া বার্তা সংস্থার প্রধান ছাই মিং চাও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেন। তিনি বলেন, ব্রিক্স দেশের মিডিয়ার তথ্য বিনিময়, সাংস্কৃতিক যোগাযোগ ও আন্তর্জাতিক প্রভাব উন্নীতকরণে ব্রিক্সভুক্ত দেশের অভিন্ন দায়িত্ব রয়েছে। বিভিন্ন দেশের মিডিয়ার গঠনমূলক ভূমিকা পালন করে সত্য, সার্বিক, ন্যায়সঙ্গত, বস্তুগত এবং মানুষ ভিত্তিক সংবাদ তত্ত্বে অবিচল থাকা এবং ব্রিক্স দেশের বিভিন্ন খাতের বাস্তব সহযোগিতা জোরদারের আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ব্রিক্স মিডিয়া ফোরাম পাঁচটি সদস্যদেশের মিডিয়া সহযোগিতার কার্যকর প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এ ফোরাম ব্রিক্স সাফল্য তুলে ধরা, সহযোগিতা বাস্তবায়ন করা এবং প্রভাব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

এবার ফোরামে পাঁচটি সদস্যদেশের ৪৮টি মিডিয়ার প্রতিনিধি অংশ নেন। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040