ছিংহাই-তিব্বত মালভূমি বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন অঞ্চলগুলোর একটি: শ্বেতপত্র
  2018-07-18 20:18:09  cri
চুলাই ১৮: চীনের ছিংহাই-তিব্বত মালভূমি বর্তমান বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন অঞ্চলগুলোর অন্যতম। চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য-কার্যালয় থেকে আজ (বুধবার) প্রকাশিত এ-সংক্রান্ত এক শ্বেতপত্রে এ-দাবি করা হয়।

শ্বেতপত্রে বলা হয়, চীনের কেন্দ্রীয় সরকার ও তিব্বতের স্থানীয় সরকার ছিংহাই-তিব্বত মালভূমির প্রতিবেশ রক্ষায় কঠোর আইন প্রণয়ন করে তা বাস্তবায়ন করে চলেছে। চীন সরকার অঞ্চলটির প্রতিবেশ রক্ষায় ইতোমধ্যে ১০টি প্রকল্প বাস্তবায়ন করছে এবং এ-জন্য ২০১৭ সাল পর্যন্ত ৯.৬ ট্রিলিয়ন ইউয়ান ব্যয় করেছে।

উল্লেখ্য, ছিংহাই-তিব্বত মালভূমি অঞ্চল হচ্ছে ইয়াংজি নদী, হলুদ নদী এবং লাংছাং নদীর উৎসস্থল। (আকাশ/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040