তাঞ্জানিয়ায় সিপিসি'র সঙ্গে আফ্রিকার রাজনৈতিক দলগুলোর সংলাপ অনুষ্ঠিত
  2018-07-18 20:17:24  cri
জুলাই ১৮: তাঞ্জানিয়ার দার-আস-সালাম শহরে গতকাল (মঙ্গলবার) শুরু হয় চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র সঙ্গে আফ্রিকার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর উচ্চপর্যায়ের সংলাপ। দু'দিনব্যাপী সংলাপে আফ্রিকার ৪০টিরও বেশি দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সিপিসি'র কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক লিয়াজোঁ বিভাগের প্রধান সুং থাও সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, সকল দেশের জনগণের নিজ নিজ উন্নয়ন-পথ বাছাই করার অধিকার আছে। চীন বরাবরই এই কথা বলে আসছে। চীন একের ওপর অন্যের আইডিয়া চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে।

তিনি আরও বলেন, চীন ও আফ্রিকা ধীরে ধীরে অভিন্ন লক্ষ্যের কমিউনিটিতে পরিণত হয়েছে। সিপিসি বিভিন্ন দেশের রাজনৈতিক দলের সঙ্গে 'পার্থক্য বজায় রেখে অভিন্ন বিষয় খোঁজা', পারস্পরিক সম্মান, ও পরস্পরের কাছ থেকে শেখার আগ্রহের ভিত্তিতে অভিজ্ঞতা ও আইডিয়া বিনিময় করতে ইচ্ছুক। এতে সিপিসি ও আফ্রিকার দেশগুলো নিজ নিজ দেশের চাহিদা অনুসারে উন্নয়ন-পথ অনুসরণ করতে পারবে। (আকাশ/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040