আমদানি-পণ্যের ওপর শুল্কবৃদ্ধি অর্থনীতির জন্য ক্ষতিকর: মার্কিন ফেডারেল রিজার্ভ
  2018-07-18 16:29:39  cri

জুলাই ১৮: মার্কিন ফেডারেল রিজার্ভ-এর চেয়ারম্যান জেরোমি পাওয়েল বলেছেন, সরকারের চলমান বাণিজ্যনীতি অর্থনীতির ওপর কী ধরনের প্রভাব ফেলবে, তা নিশ্চিতভাবে বলা মুশকিল। তবে, আমদানি-পণ্যের ওপর দীর্ঘমেয়াদে উচ্চ হারে শুল্ক বজায় থাকলে, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। গতকাল (মঙ্গলবার) মার্কিন সিনেটে এক শুনানিতে তিনি এ-মন্ত্রব্য করেন।

এদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল ১৬ জুলাই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, বিভিন্ন দেশ পরস্পরের রফতানি-পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি বাস্তবায়ন করলে, ২০১০ সালে বিশ্বে মোট উত্পাদন প্রত্যাশার চেয়ে ০.৫ শতাংশ কম হতে পারে। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040