ইউরোপে গ্যাস রফতানি করতে চাইলে যুক্তরাষ্ট্রের উচিত প্রচলিত পদ্ধতি অনুসরণ করা: রুশ মন্ত্রী
  2018-07-18 16:28:29  cri

জুলাই ১৮: ইউরোপে তরল প্রাকৃতিক গ্যাস রফতানি করতে চাইলে যুক্তরাষ্ট্রের উচিত প্রচলিত বাজার-পদ্ধতি অনুসরণ করা। রুশ জ্বালানিমন্ত্রী ডেনিস নোভাক গতকাল (মঙ্গলবার) এ-কথা বলেন।

রাশিয়া টুডে টিভি চ্যানেলে মন্ত্রী বলেন, 'নর্ড স্ট্রিম-২' প্রাকৃতিক গ্যাস সরবরাহ-ব্যবস্থা পুরোপুরি একটি বাণিজ্যিক প্রকল্প। ইউরোপে মার্কিন তরল প্রাকৃতিক গ্যাস রফতানির পথ পরিষ্কার করতেই সম্প্রতি ন্যাটো শীর্ষসম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রকল্পের সমালোচনা করেছেন।

উল্লেখ্য, 'নর্ড স্ট্রিম-২' প্রকল্প অনুযায়ী, প্রতিবছর রাশিয়া থেকে ৫৫০০ কোটি ঘন মিটার প্রাকৃতিক গ্যাস জার্মানিতে পাঠানো হবে এবং জার্মানির মাধ্যমে এর একটা অংশ অন্য ইউরোপীয় দেশগুলোতেও পৌঁছাবে। এতে ইউরোপের চাহিদার ১০ শতাংশ পূরণ হবে। তবে, ট্রাম্প অভিযোগ করেন, রাশিয়া জার্মানির প্রাকৃতিক গ্যাসের চাহিদার ৭০ শতাংশ নিয়ন্ত্রণ করছে। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040