চীনের চেচিয়াং প্রদেশের বাণিজ্যিক প্রদেশ থেকে উন্মুক্তকরণ প্রদেশে রূপান্তর ও সফলতা অর্জন
  2018-07-18 15:14:04  cri
জুলাই ১৮: চীনের চেচিয়াং প্রদেশের আয়তন দেশের ভূভাগের ১.১ শতাংশ, তবে গত বছর আমদানি ও রপ্তানির পরিমাণের ক্ষেত্রে প্রদেশটির অবস্থান চীনের বিভিন্ন প্রদেশের মধ্যে চতুর্থ।

আন্তর্জাতিক সমাজের চোখে চেচিয়াং চীনের বাণিজ্যিক প্রদেশ, তবে কিভাবে প্রদেশটি এতো কম সময়ের মধ্যে উন্মুক্ত প্রদেশে পরিণত হয়েছে? এর প্রধান কারণ ১৫ বছর আগে চেচিয়াং প্রদেশের সিপিসি'র তত্কালীন প্রাদেশিক পার্টির সম্পাদক সি চিন পিংয়ের উত্থাপিত 'টু এইট' কৌশল।

চেচিয়াং প্রদেশের নিংবো শহরের চৌশান বন্দর এলাকা থেকে প্রতিদিন ১০০টি কন্টেইনার 'এক অঞ্চল, এক পথ' সংলগ্ন ৪০ টি দেশে পরিবহন করা হয়। এ সম্পর্কে চেচিয়াং চৌশান বন্দর গ্রুপ লিমিটেড কোম্পানির উত্পাদন নিরাপত্তা বিভাগের পরিচালক নি ইয়ান হুং বলেন, ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত, 'এক অঞ্চল, এক পথ' সংলগ্ন দেশে পরিবহন লাইনের সংখ্যা ৭৪ থেকে বেড়ে ৮৬টিতে দাঁড়িয়েছে। বার্ষিক পরিবহনের পরিমাণ ১ কোটি কন্টেইনারেরও বেশি।

চেচিয়াং প্রদেশ চীনের ইয়াংসি নদীর বদ্বীপ এলাকায় অবস্থিত। ২০০৩ সালে তত্কালীন চেচিয়াং প্রাদেশিক পার্টির সম্পাদক সি চিন পিং 'টু এইট' কৌশলের মধ্যে বৈদেশিক উন্মুক্তকরণের মান উন্নীত করার প্রস্তাব পেশ করেন। তখন থেকে প্রদেশটি বাণিজ্যিক প্রদেশ থেকে উন্মুক্ত প্রদেশে রূপান্তর হতে শুরু করে।

বন্দর হলো এ কৌশল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তিনি পরপর চার বারের মতো চেচিয়াংয়ের বিভিন্ন বন্দর পরিদর্শন করেন। নিংবো শহর ও চৌশানের একীকরণ সম্পর্কে সি বলেন, চেচিয়াংয়ের দ্রুত উন্নয়ন বন্দর নির্মাণের সাথে জড়িত, ভবিষ্যতে বন্দর নির্মাণের ওপর আরো গুরুত্ব দিতে হবে। গত বছর নিংবো চৌশান বন্দরের বহনের পরিমাণ ১ বিলিয়ন টনেরও বেশি, যা বিশ্বের বৃহত্তম বন্দরে পরিণত হয়েছে।

উন্মুক্তকরণ প্রক্রিয়া চেচিয়াং প্রদেশের শিল্পপ্রতিষ্ঠানের জন্য ব্যাপক কল্যাণকর। পরিসংখ্যান থেকে জানা গেছে, প্রতি বছর স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের আন্তঃদেশীয় ট্রান্সন্যাশনাল এবং এক্সিকিউশন ১০০টিরও বেশি। ২০১০ সালের অগাস্ট মাসে চিলি গ্রুপ ভলভো গাড়ি কোম্পানির ১০০ শতাংশ শেয়ার কিনে নেয় এবং ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে দাইমলার এজি কোম্পানির ৯.৬৯ শতাংশ শেয়ার ক্রয় করে, যা কোম্পানির সবচেয়ে বড় অংশীদারে পরিণত হয়েছে।

এ সম্পর্কে চিলি গ্রুপের বোর্ড চেয়ারম্যান লি শু ফু বলেন,সবার যৌথ প্রয়াসে চিলি ও ভলভোর সহযোগিতা ঘনিষ্ঠ ও স্বার্থক। প্রতি বছর গাড়ি বিক্রির পরিমাণ ও স্বার্থ বৃদ্ধি পেয়েছে।

২০১৭ সালের শেষ নাগাদ বিশ্বের ৫০০টি শক্তিশালী শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ১৭৯টি চেচিয়াংয়ে অফিস স্থাপন করে। প্রদেশটিতে বিদেশি পুঁজি বিনিয়োগকারী শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ৬১ হাজার ৮০টি, আর বিদেশি পুঁজি বিনিয়োগের পরিমাণ ১৯৪ বিলিয়ন ১৩ কোটি মার্কিন ডলার।

'টু এইট' কৌশলের নির্দেশে বৈদেশিক উন্মুক্তকরণে সফলতা অর্জন করেছে চেচিয়াং প্রদেশ। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040