তৃতীয় ব্রিক্সভুক্ত দেশের তথ্যবিষয়ক উচ্চ পর্যায়ের ফোরাম কেপটাউনে শুরু
  2018-07-18 11:00:33  cri
জুলাই ১৮: দু'দিনব্যাপী তৃতীয় ব্রিক্সভুক্ত দেশের তথ্যবিষয়ক উচ্চ পর্যায়ের ফোরাম আজ (বুধবার) দক্ষিণ আফ্রিকার কেপটাউনে শুরু হয়।

সিন হুয়া বার্তা সংস্থা ও দক্ষিণ আফ্রিকার স্বাধীন প্রচার গোষ্ঠীর যৌথ উদ্যোগে এবারের ফোরাম আয়োজিত হয়। ব্রাজিল, রাশিয়া ও ভারতের প্রধান প্রধান সংবাদমাধ্যমও এতে সহায়তা প্রদান করে। ব্রিক্সভুক্ত পাঁচটি দেশের সংবাদমাধ্যম সংস্থার প্রধানরা তিনটি বিষয় নিয়ে গভীরভাবে মতবিনিময় করবেন। এই তিনটি বিষয় হচ্ছে 'সংবাদমাধ্যমের চরিত্র ও দায়িত্ব', 'ব্রিক্সভুক্ত দেশের নতুন সংবাদমাধ্যমের সহযোগিতামূলক পদ্ধতি খুঁজে বের করা' এবং 'ব্রিক্সভুক্ত দেশের সংবাদমাধ্যম ও আফ্রিকা'।

উল্লেখ্য, এ বছর ব্রিক্সভুক্ত দেশের সভাপতিদেশের দায়িত্ব গ্রহণ করে দক্ষিণ আফ্রিকা। ব্রিক্সভুক্ত দেশের শীর্ষনেতৃবৃন্দের দশম বৈঠক আগামী ২৫ ও ২৭ জুলাই দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে। এবারের সংবাদমাধ্যম বিষয়ক উচ্চ পর্যায়ের ফোরাম হচ্ছে ২০১৮ সালে ব্রিক্সভুক্ত দেশের সহযোগিতামূলক সম্মেলনগুলোর এক গুরুত্বপূর্ণ অংশ। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040