চীন ডব্লিউটিও'র নীতি মেনে চলায় আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে: চীনা মুখপাত্র
  2018-07-17 20:29:42  cri
জুলাই ১৭: চীন বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-র নীতি সবসময় মেনে আসছে এবং এ-জন্য আন্তর্জাতিক সমাজের কাছে প্রশংসিতও হয়েছে। চীন ডব্লিউটিও-র নীতি অমান্য করছে বলে মার্কিন অভিযোগের জবাবে সম্প্রতি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং এ-কথা বলেন।

মুখপাত্র বলেন, নিয়ম মানার ইচ্ছা না-থাকলে চীন ডব্লিউটিও-তে যোগ দিয়েছে কেন? চীন ডব্লিউটিও'তে যোগ দিয়েছে, কারণ চীন অর্থনৈতিক বিশ্বায়ন এবং অবাধ ও উন্মুক্ত বাণিজ্যের মাধ্যমে সকলের কল্যাণের নীতিতে বিশ্বাস করে। বিগত ১৭ বছর ধরে চীন সরকার ডব্লিউটিও-কে দেওয়া প্রতিশ্রুতি পালন করে এসেছে। চীন সম্প্রতি "চীন ও ডব্লিউটিও" শীর্ষক শ্বেতপত্রও প্রকাশ করেছে। চীন বিশ্বাস করে, আন্তর্জাতিক নীতি মানার মাধ্যমেই কেবল বাণিজ্যে বহুপক্ষবাদ টিকিয়ে রাখা সম্ভব।

মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্র নিজের স্বার্থকে বৈশ্বিক স্বার্থের ওপরে স্থান দিয়েছে। ডব্লিউটিও-র কোনো সদস্যরাষ্ট্রই মার্কিন একতরফাবাদের সমর্থক নয়। চীন আশা করে, যুক্তরাষ্ট্র ডব্লিউটিও'র নীতি ও আইন মেনে চলবে। (আকাশ/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040