সি চিন পিংয়ের 'চীন প্রশাসন' গ্রন্থ নিয়ে আলোচনাসভা আবুধাবিতে অনুষ্ঠিত
  2018-07-17 20:28:03  cri
জুলাই ১৭: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং কর্তৃক লিখিত 'চীন প্রশাসন' শীর্ষক গ্রন্থের ওপর একটি আলোচনাসভা সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত হয়। সভায় ইউএই'র সংস্কৃতিমন্ত্রীসহ দুই শতাধিক লোক উপস্থিত ছিলেন।

সভায় ইউএই'র সংস্কৃতিমন্ত্রী বলেন, 'চীন প্রশাসন' গ্রন্থটিতে দেশ প্রশাসন নিয়ে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের চিন্তাধারা প্রকাশ পেয়েছে। গ্রন্থটি চীনকে জানতে ও চিনতে ইউএই'র পাঠকদের সাহায্য করবে। এতে দু'দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান বৃদ্ধির ও দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঘনিষ্ঠতর হবার সুযোগ সৃষ্টি হবে।

সভায় ইউএই'তে নিযুক্ত চীনের রাষ্ট্রদুত নি চিয়ান জানান, প্রেসিডেন্ট সি চিন পিং ভবিষ্যতে ইউএই সফর করবেন। এতে বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা জোরদার হবে।

রাষ্ট্রদূত আরও বলেন, গ্রন্থ নিয়ে এই আলোচনা ইউএই'র জনগণের সামনে চীনকে আরও ভালোভাবে জানার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এ-আলোচনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আসন্ন সফরের প্রস্তুতিমূলককাজেরও একটা অংশে পরিণত হয়েছে। (আকাশ/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040