রুশ-মার্কিন সম্পর্ক উন্নত হতে দেখে বেইজিং সন্তুষ্ট: চীনা মুখপাত্র
  2018-07-17 18:59:53  cri

জুলাই ১৭: রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের সাম্প্রতিক উন্নয়নে চীন সন্তুষ্ট। হেলসিঙ্কিতে অনুষ্ঠিত ট্রাম্প-পুতিন বৈঠক সম্পর্কে মন্তব্য করতে গিয়ে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং আজ (মঙ্গলবার) বেইজিংয়ে নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ-কথা বলেন।

হুয়া ছুন ইং বলেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং বিশ্বের প্রভাবশালী দুটি দেশ। তারা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব বহন করে। দু'দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে চীন আশা করে।

মুখপাত্র আরও বলেন, ট্রাম্প-পুতিন বৈঠক চীন-রুশ বা চীন-মার্কিন সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে না। চীন-রাশিয়া সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্কের ওপর বেইজিংয়ের আস্থা যেমন আছে, তেমনি চীন-মার্কিন সম্পর্কের প্রশ্নেও তার অবস্থান স্পষ্ট। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040