ছেংতুতে শেষ হল চীন-ভারত ষষ্ঠ যৌথ চিকিত্সাশিবির
  2018-07-17 16:45:24  cri

জুলাই ১৭: গতকাল (সোমবার) শেষ হয়েছে চীন-ভারত ষষ্ঠ যৌথ চিকিত্সাশিবির। এ-উপলক্ষ্যে একটি সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় চীনের সি ছুয়ান প্রদেশের রাজধানী ছেংতু শহরে।

চীন বৈদেশিক মৈত্রী সমিতি ও চীন-ভারত মৈত্রী সমিতির যৌথ উদ্যোগে ২০০৮ সাল থেকে প্রতি দু'বছর অন্তর একবার এ-শিবির আয়োজন করা হচ্ছে। এই কার্যক্রমের আওতায় দু'দেশের চিকিত্সকরা যৌথভাবে পরস্পরের দরিদ্র অঞ্চলগুলোতে গিয়ে বিনামূল্যে চিকিত্সাসেবা দিয়ে থাকেন।

ভারত থেকে ৭ জন চিকিত্সক ৯ জুলাই সি ছুয়ান প্রদেশে পৌঁছান। তাদের সঙ্গে যোগ দেন ১০ জন স্থানীয় চিকিত্সক। এই ১৭ জনকে নিয়ে গঠিত হয় চীন-ভারত ষষ্ঠ যৌথ চিকিত্সকদল। দলটি সি ছুয়ান প্রদেশের চি কুং এবং ল্য শাস অঞ্চলে গিয়ে দরিদ্রদের বিনামূল্যে চিকিত্সাসেবা প্রদান করে। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040